RUSSIAN GOVERNMENT SCHOLARSHIP 2022-23
রাশিয়ান সরকারী স্কলারশিপ……!!
সার্কুলার বাই রাশিয়ান কালচার সেন্টার বাংলাদেশ ,
এই স্কলারশিপ এ শুধু টিউশন ফী দিয়ে থাকে, এবং সামান্য কিছু স্টাইপেন্ড, লিভিং কস্ট নিজেকে বহন করতে হয়, যেমন ট্রান্সপোর্ট,ফুড,বাসা ভাড়া, মেইন শহর গুলোতে লিভিং কস্ট একটু বেসি 15-20 হাজার টাকার মত প্রয়জন হয়, কিন্তু যদি শহর থেকে একটু দূরের গ্রাম অঞ্চলে বাসা নিয়ে থাকেন ,সেইক্ষেত্রে 10-12 হাজার টাকায় হয়ে যায়, এই স্কলারশিপটিতে শুধু টিউশন ফী টা দিয়ে থাকে, এম্বাসি ফি,এয়ার টিকেট এসব নিজের খরচ করতে হয়, সব ফ্রী না হলেও এই স্কলারশিপটির অনেক ডিমান্ড আছে, কারন প্রথমত হচ্ছে রাশিয়ার স্টাডি সিস্টেম অনেক উন্নত মানের এবং টপ ইউনিভার্সিটিগুলো এখানে রয়েছে, বিশেষ করে লাস্ট ইয়ার তারা Nuclear Engineering এর মত সাব্জেক্ট স্কলারশিপ এ অন্তর্ভূক্ত করেছে, যা বিগত বছর গুলোতে ছিলোনা, ইউনিভার্সিটি ভেদে এখানের টিউশন ফী ইউরোপের ইউনিভার্সিটিগুলোর মতই, সেইদিক থেকে স্কলারশিপটি ওভারল একটি ভালো মানের স্কলারশিপ, এবং এখানে বিডি মিনিস্ট্রি এর কোনো হস্তক্ষেপ নেই, সরাসরি রাশিয়ান কালচার হতে নমিনেশন হলে ইন্টারভিউ দিতে হবে, ওখানে সিলেক্ট হলেই স্কলারশিপ কনফার্ম, কেউ যদি আগে থেকে রাশিয়ান ভাষা শিখে থাকেন তাহলে ধরে রাখতে পারেন স্কলারশিপ কনফার্ম পেয়ে যাবেন, কারন স্টাডি মিডিয়াম রাশিয়ান মিডিয়ামে হবে, সেইক্ষেত্রে যারা রাশিয়ান ভাষার দক্ষতা দেখাতে পারবে তারা গ্রহনযোগ্যতা বেশি পাবে, এপ্লিকেশন প্রসেসিং অনলাইন এবং অফলাইন। অনলাইনে এপ্লিকেশন এর পরে এপ্লিকেশন এর প্রিন্ট কপি সহ বাকি পেপারস রাশিয়ান কালচারে গিয়ে দিয়ে , নিম্নে স্কলারশিপ এর প্রসিডিউর দেওয়া হলোঃ
লেভেলঃ
অনার্স,মাস্টার্স,পিএইচডি
সাইন্স,কর্মাস,আর্টস সবার জন্য
এপ্লিকেশন এর জন্যে যা যা লাগবেঃ
১/ পাসপোর্ট
২/ সার্টিফিকেট, মার্কশিট লাস্ট ইয়ার এর গুলো ( ফরেইন মিনিস্ট্রি ভেরিফাইড/এটেস্টেড/সত্যায়িত কপি)
৩/ মেডিকেল সার্টিফিকেট ( ইনক্লুড HIV/AIDS টেস্ট)
৪/ এপ্লিকেশন ফর্ম
৫/ ছবি
৬/ রাশিয়ান ভাষা কোর্স সার্টিফিকেট (যদি থাকে)
৭/ এক্সট্রা এক্টিভিটিস সার্টিফিকেট (যদি থাকে)
এপ্লিকেশন প্রসিডিউরঃ
১/
অনলাইনে এপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে এপ্লিকেশন এর পিডিএফ ফাইলটি প্রিন্ট করবেন এবং সাথে যেসব পেপারস আপ্লোড দিয়েছেন সেগুলো সহ একটি খামে ভরে রাশিয়ান কালচারে জমা দিয়ে আসবেন, সার্টিফিকেট এবং মার্কশিট যদি মিনিস্ট্রি ভেরিফাইড না থাকে তাহলে রাশিয়ান কালচার জমা নিবে না,
২/
রাশিয়ান কালচার যাদের পেপারস জমা নিবে তাদের সবাইকেই ইন্টারভিউ এর জন্যে ডাকবে, ১-১২ দিন পর্জন্ত ধাপে ধাপে ইন্টারভিউ হবে,
এক্সাম সিস্টেমঃ
ওরাল/মৌখিক
রাশিয়ার টপ ইউনিভার্সিটিগুলোঃ
রাশিয়ার বেশিৱ ভাগ ইউনিভার্সিটিগুলো বেশ পুরনো, ওয়াল্ড র্যাংকিংয়ে টপ এ থাকা কিছু ইউনিভার্সিটির নাম নিচে লিখে দিলামঃ
1 Moscow State University Moscow
2 National Research University Higher School of Economics Moscow …
3 St. Petersburg State University Saint Petersburg
4 Russian Presidential Academy of National Economy and Public Administration Moscow
5 Kazan Federal University Kazan …
6 Ural Federal University Yekaterinburg
7 Tomsk State University Tomsk
8 Tomsk Polytechnic University Tomsk
9 ITMO University Saint Petersburg
10 Siberian Federal University Krasnoyarsk
11 Novosibirsk State University Novosibirsk
12 Peter the Great St.Petersburg Polytechnic University Saint Petersburg
13 Belgorod State University Belgorod
14 South Ural State University Chelyabinsk …
15 Moscow Institute of Physics and Technology Moscow
16 Peoples Friendship University of Russia(RUDN University )
ইউনিভার্সিটি চয়েসঃ
সর্বোচ্চ ৬ টা ইউনিভার্সিটি চয়েস করা যাবে, ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি সমূহ এপ্লিকেশন এর সময় দেখা যাবে তবে খেয়াল রাখতে হবে যে একই প্রভিন্সে যেনো দুইটার বেশি ইউনিভার্সিটি সিলেক্ট না হয়, এপ্লিকেশন টি সময় নিয়ে সেভ করে করে করা যাবে,
এপ্লিকেশন লিংকঃ
ডেডলাইনঃ
from 03 september to 01 november,2021