জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার

 

আমার ফেসবুক ম্যাসেঞ্জারে প্রায়ই একটি ম্যাসেজ আসে, “সালাম ভাই/স্যার, জাপানে আসতে চাই, আপনার পরামর্শ দরকার, একটু কথা বলা যাবে?” প্রেরক আমার দেশের ছোট ভাই-বোনেরা। 

 

আমি চেষ্টা করি প্রতিটি ম্যাসেজের উত্তর দিতে, তবে মাঝে মাঝে একটু বিপদে পড়ে যাই, কারণ প্রশ্নকর্তা নিজেই জানেন না তার কী পরামর্শ দরকার। আমি প্রশ্ন-উত্তর করে কিছু পরামর্শ দিচ্ছি। 

 

১। প্রশ্ন: জাপানে বাংলাদেশীদের পড়াশুনার সুযোগ কেমন?

উত্তর: জাপানের জনসংখ্যা বৃদ্ধির হার বেশ কয়েক বছর ধরে নেগেটিভ, ফলে ওদের অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংকটে পড়ছে এবং বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করছে বিদেশীদের দিয়ে শুন্যস্থান পূরন করতে। বুঝতেই পারছেন বিদেশীদের সুযোগ দিনদিন বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশীদের সুযোগও বাড়ছে।

 

২। প্রশ্ন: জাপানে দিনদিন বাংলাদেশী স্টুডেন্টদের সংখ্যা কমছে কেন? 

উত্তর: এটার সঠিক উত্তর আমার জানা নেই তবে নিজের একান্ত ভাবনা থেকে কিছুটা ধারণা দেবার চেষ্টা করব।

জাপানে উচ্চশিক্ষা গ্রহণে সবচেয়ে আগ্রহী দেশ কোনটি, জানেন?….. চায়না অথচ বেশীরভাগ চাইনিজরা কিন্ত জাপানীজদের ঘৃণা করে অতীত ইতিহাসের কারণে। দ্বিতীয় দেশটি হচ্ছে ভিয়েতনাম। চাইনিজদের সুবিধা হচ্ছে ওদের ভাষাগত মিল, কথা বলতে না-পারলেও পড়তে আর লিখতে খুব একটা সমস্যা হয় না। চাইনিজরা মেধাবী এবং জাপানে পড়ার ব্যাপারে অনেক সিনসিয়ার, বেশীরভাগ চাইনিজ স্টুডেন্ট জাপানে আসার আগেই জাপানীজ ল্যাংগুয়েজে পারদর্শী হয়ে যায়। ভিয়েতনামের ক্ষেত্রেও তাই, ওরাও বেশ সিনসিয়ার জাপানে পড়ার ব্যাপারে।

আর একটি বিষয় জাপনীজদের স্বার্থ, চীন/ভিয়েতনামে এই মূহুর্তে জাপানের হাজার হাজার কোম্পানি কাজ করছে এবং জাপান ফেরত স্টুডেন্টরা তাদের জন্য বিরাট আশীর্বাদ।

 

আমাদের দেশের অনেকেই জাপানে আসতে চায় তবে কেউ কষ্ট করতে রাজি নয়। আমি নিজের আত্বীয়স্বজন সহ অনেককেই দেখেছি, বসে থাকে তাকে কেউ নিয়ে যাবে অথবা কিছু টাকা দিয়ে জাপানে চলে আসবে। আমেরিকা কানাডা যাওয়ার জন্য IELTS/GRE করতে পারবে তবে জাপানে আসার জন্য জাপানীজ N3/N4 করতে ইচ্ছুক নয়। 

 

বাংলাদেশে জাপানীজ কোম্পানি খুব একটা নেই তাই বাংলাদেশী স্টুডেন্ট বাড়ানোর ব্যাপারে জাপান সরকারেরও তেমন কোন উৎসাহ নেই। স্টুডেন্ট বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কোন ভূমিকাও নেই, তবে রিসেন্টলি বাংলাদেশ সরকার কাজ করছে সরকারের কর্মচারীদের বৃত্তির সংখ্যা বাড়ানোর ব্যাপারে এবং বেশ সফলও হয়েছে। তবে জনগনের জন্য কেউ নেই। ওহ আছে, দালাল… ঢাকার অলিতে গলিতে জাপানীজ ল্যাংগুয়েজ স্কুল খোলে চটকদার বিজ্ঞাপন দিয়ে পকেট কাটছে।

 

৩। প্রশ্ন: জাপানে আসতে হলে কী করতে হবে?

উত্তর: আগে নিজেকে প্রশ্ন করেন, জাপানে কেন আসতে চান? শুধু উচ্চশিক্ষা না কি জাপানে ক্যারিয়ার গড়তে? 

বেশীরভাগেরই উত্তর হবে ক্যারিয়ার!! তবে উত্তর যা-ই হউক আপনাকে জাপানীজ ল্যাংগুয়েজ শিখেই আসতে হবে। কতটুকু শিখতে হবে? আমি রিকমেন্ড করবো মিনিমাম N3, তাহলে আপনার জাপানে আসা কেউ ঠেকাতে পারবে না, আসার পর উচ্চশিক্ষা, ক্যারিয়ার নিয়েও কোন চিন্তা করতে হবে না। অনেকেই বলতে পারেন অমুক বড়ভাই তো গেছে। আমিও জানি অনেকেই এসেছে বা আসবে তবে তাদের বেশীরভাগই ক্যারিয়ার নিয়ে সমস্যায় পড়েছে এবং এক সময় জাপান ছেড়ে অন্য দেশে চলে গেছে।

সফলতার কোন সর্টকাট রাস্তা নেই। জাপানে আসতে চাইলে, কাল নয় আজ থেকেই ভাষা শিখুন।

 

৪। প্রশ্ন: কোন ধরনের ডিগ্রির জন্য জাপান ভালো?

উত্তর: যেকোনও সাবজেক্টেই আন্ডারগ্রাজুয়েট/মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে আসা যায় এবং পড়াশুনা শেষে জাপানীজ ল্যাংগুয়েজ জানা জাপানে থাকলে জব প্রাপ্তি নিশ্চিত। দিনশেষে কথা কিন্তু একটাই, জাপানীজ ল্যাংগুয়েজ!

 

৫। প্রশ্ন: জাপানে বৃত্তি না পেলে পার্ট টাইম জব করে  প্রাইভেটে কি পড়াশুনা করা সম্ভব? 

উত্তর: সম্ভব, যদি আপনি জাপানীজ ল্যাংগুয়েজে কমিউনিকেশন করতে পারেন। আর যদি সেটা না-হয় তাহলে জীবন অনেক কঠিন হয়ে যাবে।

 

৬। প্রশ্ন: জাপানের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ব, কীভাবে যোগাযোগ করব?

উত্তর: জাপানে শতশত বিশ্ববিদ্যালয় আছে, বেশীরভাগই গ্রহণযোগ্য। মনবসু পেলে কোনও কথা নেই তবে প্রাইভেট/নিজ খরচে পড়তে গেলে জাপানের উপরের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পাওয়া কঠিন, তাই আমার সাজেশন টোকিও এর বাহিরে বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করার। 

সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটে ভর্তির ব্যাপারে যাবতীয় তথ্য আছে। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে পছন্দের বিশ্ববিদ্যালযয়ের লিস্ট করুন, ওদের ভর্তির জন্য রিকোয়ারমেনট দেখুন, না-বুঝলে বিশ্ববিদ্যালয়কে ই-মেইল করুন। তবে মেইল করার সময় খেয়াল করবেন আপনার লেখা যেন নির্ভুল হয় এবং কী জানতে চাচ্ছেন সেটা যেন পরিষ্কার বুঝা যায়। ওয়েবসাইটে ভালো করে দেখে নিন আপনি যা জানতে চাচ্ছেন তা ওয়েবসাইটে আছে কি না, যদি থাকে তাহলে সেটা নিয়ে প্রশ্ন করবেন না।

 

মনস্থির করুন, জাপানে কেন আসতে চান, কীভাবে আসতে চান, সময় নিন, ধাপে ধাপে নিজেকে যোগ্য করে তুলুন, দেখবেন জাপান আপনাকেই ডাকছে…

 

Good luck and all the best wishes for you.

 

© লিংকন, প্রিন্সিপাল সাইন্টিস্ট।