Writing এর question type নিয়ে বিস্তারিত!

এই মডিউলে আসলে ২টা প্যাসেজ লিখতে হয়। ১ম প্যাসেজটায় একটা ভিজুয়ালের বর্ণনা করতে হয় আর ২য় প্যাসেজে একটা বিষয়ে মতামত ও তার পক্ষে/বিপক্ষে যুক্তি দিতে হয়। টাস্ক ১ ও ২ এর জন্য ieltsliz এর ওয়েবসাইট খুবই অসাধারণ।

 

★ Task 1- একটা figure/graph বা Diagram বা table দেয়া থাকবে, যেটার বর্ণনা দিতে হবে। মিনিমাম ১৫০ শব্দ লিখতে হবে, ২০ মিনিটের মধ্যে(recommended)। আমার মতে, ২০০ শব্দ হচ্ছে স্ট্যান্ডার্ড।

 

★ Task 2- সোজা বাংলায়, ভাবসম্প্রসারণ। GRE এর Issue Task বা TOEFL এর Independent Task এর ব্যাপারটা হুবহু একইরকম। এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে চলে যান Liz IELTS এর ওয়েবসাইটে। আমার মতে, a little over 300 words is best.

💬
BANGLAY AI