Speaking এর question type নিয়ে বিস্তারিত!

এই মডিউলে আসলে একজন শিক্ষকের সাথে ১২-১৫ মিনিট কথা বলতে হয়। Speaking মডিউল টোটাল তিন ভাগে বিভক্ত-

 

★ Interview- আসেন, বসেন, কী অবস্থা, কী হালচাল, এই জাতীয় সাধারণ কথাবার্তা হবে। আপনি কোন শহরে থাকেন, সেই শহরের description জিজ্ঞেস করতে পারে। আপনি কী করেন, আপনার শখ কী কী, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমি এই সেশনের নাম দিয়েছি, খোশগল্প সেশান; শুধু এক কাপ চা হাতে থাকলেই হয়ে যেত।

 

★ Topic Card- এখানে আপনার সামনে কিছু কার্ড দেওয়া হবে, প্রত্যেকটা কার্ডে একটা টপিক থাকবে। সেই টপিক নিয়ে আপনাকে ১ মিনিট ভাবার সুযোগ দেয়া হবে, এরপর ২ মিনিট বলতে হবে। আমার মতে, ভাবাভাবির সময় পুরো স্পিচ রেডি করার চেষ্টা না-করে শুধু প্রথম এক বা দুই লাইন রেডি করুন। বাকিটার জন্য শুধু কী নিয়ে বলবেন, সেটাই ভাবুন। প্রথম লাইন সাবলীলভাবে মুখ থেকে বের হলে বাকিটা এমনিতেই বের হতে থাকবে।

 

★ Discussion- টপিক কার্ড সেশানে যা যা বললেন, সেটার ওপরেই কিছুটা আলোচনা করা হবে। আপনার বক্তব্যের বিশেষ কোনও লাইন নিয়ে ওরা আরেকটু ডিটেইলস জানতে চাইতে পারে।

 

💬
BANGLAY AI