Reading এর question type নিয়ে বিস্তারিত!

এই মডিউলে ৩টা সেকশান থাকে। প্রতি সেকশানে ১৩ থেকে ১৪টা করে প্রশ্ন থাকে। সাধারণত শেষেরটায় ১৪টা প্রশ্ন থাকে। মোট ৪০টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক থাকে ১ করে এবং ১ ঘণ্টার মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই ৪০টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্যান্ড স্কোর নির্ধারণ করা হয়। লিসেনিং সেকশানে যে যে টাইপের প্রশ্ন আসে, সেগুলো ছাড়াও আরো দুই ধরনের প্রশ্ন আসে বেশি আসে রিডিং সেকশানে।

 

★ Choosing Suitable Paragraph Headings- মনে করেন, প্যাসেজের মধ্যে ৫ টা প্যারা ছিল। প্রত্যেকটা প্যারাগ্রাফকে একটা করে টাইটেল দিতে হবে। ধরে নিন, a থেকে g পর্যন্ত টোটাল অপশন আছে সাতটা। মনে রাখবেন, উত্তরপত্রের মধ্যে পুরো টাইটেল না, শুধু অপশনের অক্ষরটা লিখতে হবে। যেমন, প্রথম প্যারার টাইটেল C অপশনে থাকলে শুধু C লিখতে হবে।

 

★ True/False/Not Given অথবা Yes/No/Not Given- কিছু কিছু স্টেটমেন্ট দেয়া থাকবে। প্যাসেজের টেক্সট অনুসারে যদি সেটা সত্য হয়, তাহলে True/Yes, মিথ্যা হলে False/No লিখতে হবে। যদি প্যাসেজে ঐ স্টেটমেন্টটা সত্য না কি মিথ্যা কিছুই না বলা থাকে, তাহলে NOT GIVEN লিখতে হবে। এখানে অনেকে একটা ভুল করে থাকে, প্রশ্ন ভালোভাবে পড়ে না। True/False এর জায়গায় Yes/No লিখে এবং Yes/No এর জায়গায় True/False লিখে। সুতরাং, আন্সার করার সময় খুব ভালোভাবে পড়ে দেখবেন।

💬
BANGLAY AI