Low CGPA Won’t be barrier to higher study in USA

আমেরিকার প্রায় ৯০ ভাগ বিশ্ববিদ্যালয় ন্যূনতম ৩.০০ সিজিপিএ গ্রহণ করে। এখানে লো সিজিপিএ বলতে প্রধানত তিনের নিচের সিজিপিএ-কে বোঝানো হয়েছে।

★কিভাবে কম্পেন্সেট করবেন আপনার লো সিজিপিএ:
ভার্সিটির প্রথম দিনেই টিচার সতর্ক করেছিলেন অনার্সে ৩.৫০ না-থাকলে জীবন বৃথা? টিচারের কথা শোনেননি? স্ট্যাচু অফ লিবার্টি, গোল্ডেন গেট ব্রিজ দেখার ইচ্ছা ছিল স্বচক্ষে? রেজাল্ট খারাপ করে এখন দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছেন? নিচের অংশটুকু পড়ার আগে টিচারের বলা ৩.৫০ মিথ মাথা থেকে দূর করে দিন। না-করলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না।
প্রথমেই ভাবুন…
• আপনার কি ভার্সিটির প্রথম বছরগুলোতে নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল? কিন্তু মানিয়ে নেওয়ার পর গ্র্যাজুয়ালি আপনি উন্নতি করেছেন? শেষ দু-বছরের সিজিপিএ অনেক ভালো?
• চার বছরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আপনার কন্ট্রোলের মধ্যে ছিল না?
• আপনি কি ভর্তির সময় ভুল সাবজেক্ট সিলেক্ট করেছিলেন? যার কারণে আপনি পড়াশোনায় আগ্রহ হারিয়ে রেজাল্ট খারাপ করেছিলেন?
• আন্ডারগ্র্যাডে আপনি কি এমন কোনও এক্সট্রা কারিকুলার কাজের সাথে জড়িত ছিলেন? সেজন্য আপনার রেজাল্ট খারাপ?
• আপনার কি প্রথম বছরগুলোতে সিজিপিএ খুব ভালো? কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেলেছিলেন যার জন্য রেজাল্ট খারাপ?

লো সিজিপিএ আপনার অ্যাপ্লিকেশনকে এফেক্ট করবে যদি না আপনি অ্যাডমিশন কমিটিকে পজিটিভ কিছু না দেখাতে পারেন। লো সিজিপিএ থাকার পরেও অ্যাডমিশন পাওয়ার সম্ভবনা নির্ভর করবে আপনি ভবিষ্যতে গ্র্যাজুয়েট স্কুলে সফল হওয়ার ব্যাপারে অ্যাডমিশন কমিটিকে কতটা কমিটমেন্ট দেখাতে পারছেন। তাদেরকে বোঝাতে হবে আপনি আদতে ফেলটুস মার্কা স্টুডেন্ট নন। তো এই কমিটমেন্ট দেখানোর সবচেয়ে ভালো জায়গা কোনটা? এসওপি! জিআরই এবং এসওপি এ দুটোই আপনার হাতের টেক্কা। এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করুন এই দুটো প্যারামিটারে। হাই সিজিপিএ মানেই যেমন সবজান্তা নয়, লো সিজিপিএ মানেই মূর্খ নয়। এমন অনেক স্টুডেন্ট আছেন যারা রিসার্চ এবং নিজের সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন, নিজের সাবজেক্টের টপিকগুলো খুবই ভালো বোঝেন এবং বোঝাতে পারেন কিন্তু পরীক্ষার খাতায় সেটার প্রকাশ ঘটাতে পারেন না। তাই বলে তিনি নিশ্চয়ই ফেলনা নন। একটু সাপোর্ট পেলে তিনিও ভালো করবেন।

★অ্যাপ্লিকেশন প্রসেস:
ভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন প্রসেস করে হোলিস্টিকভাবে। একটা অ্যাপ্লিকেশন প্যাকেজে কী কী থাকে?
GPA + GRE + TOEFL + SOP + LOR + Resume
আমরা প্যাকেজটাকে দুইভাগে ভাগ করি।
নেগেটিভ সাইড: সিজিপিএ
প্রসপ্যাক্টিভ পজিটিভ সাইড: জিআরই, টোয়েফল, এলওআর, রেজ্যুম,এসওপি

সো, ছয়টা প্যারামিটারের মধ্যে একটাতে আপনি ইতোমধ্যে খারাপ করে ফেলেছেন। কিন্তু বাকি আছে পাঁচটা। কংগ্র্যচুলেশন্স। এখনও অনেক কিছু করার আছে আপনার। আপনার লো সিজিপিএ আছে ভালো কথা। এর মধ্যেও আপনার সিজিপিএ কার্ভ যদি ইউ শেপের হয়, তাহলে তো সোনায় সোহাগা। ইউ শেপের কার্ভ প্রমাণ করবে আপনি প্রথম দিকে কোনও একটা কারণে রেজাল্ট খারাপ করেছেন কিন্তু পরে ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিয়েছেন। সারভাইভাল তাই না? গ্র্যাজুয়েট স্কুল সারভাইভ করার জায়গা। আজ মুখ থুবড়ে পরবেন, কাল উঠে দাঁড়াবেন। সো, এটাকেই তো আপনি প্রমাণ করে দিচ্ছেন তাই নয় কি? ও হ্যাঁ, ভার্সিটিগুলো শেষ দুবছরের সিজিপিএ নিয়ে মাথা ঘামায় কেন? কারণ মোটামুটি সব সাবজেক্টেই শেষ দুবছরে সেই সাবজেক্টের কোর বা মেইন কোর্সগুলো শেখানো হয়।

এলিমেনটারি স্ট্যাটিস্টিকসে আপনি কী করছেন তার চেয়ে বড় কথা থার্ড বা ফোর্থ ইয়ারে ইকনোমেট্রিক্সে কী করেছেন।
তাহলে কীভাবে লো সিজিপিএ-কে সামলাবেন?
• জিআরই/ টোয়েফলে গুরুত্ব দিন।
• অনার্সে খারাপ থাকলে মাস্টার্সে নিজের সবটুকু উজাড় করে রেজাল্ট ভালো করতে চেষ্টা করুন।
• একাডেমিক পড়াশোনার বাইরে অন্য কোনো স্কিল অর্জন করুন। (যেমন: প্রোগ্রামিং)
• এক্সট্রা কারিকুলার থাকলে সেটা উল্লেখ করুন।
• নিজের প্রোফাইলের সাথে মানানসই ভার্সিটি সিলেক্ট করুন।
• পাবলিকেশন করতে চেষ্টা করুন। যদিও এটা কম্পালসরি না, তবুও পাবলিকেশন মানেই বিশেষ কিছু। আবার পাবলিকেশনের নামে জাঙ্ক উৎপাদন করাও ঠিক নয়।
• কোনো ভার্সিটিতেই মেইল করতে ছাড়বেন না। যেসব ভার্সিটির রিকুয়ারমেন্ট ৩.০০ কিন্তু আপনার সিজিপিএ তিনের কম সেখানেও মেইল করুন। মেইল করতে ইন্টারনেট বিল ছাড়া আর খরচ নেই । আগামীকাল কী নিয়ে আপনার জীবনে আসবে তা কেউ জানে না। এমনও হতে পারে সেখানকার কোনো প্রফেসর আপনার প্রোফাইল পছন্দ করে ফেলবেন!
• টিচারের পিছনে ঘুরে ‘আপনি নিষ্পাপ’- এরকম লেখা কয়েকটা এলওআর বাগিয়ে নিন। এলওআর-এ টিচার আপনাকে যত মাই ডিয়ারভাবে বলবেন ততই লাভ। আপনি তাকে চিনি এবং আমি তাকে খুবই ভালোভাবে চিনি- এ দুইয়ের মধ্যে অনেক তফাৎ।

• জীবনে ঘটা যেসব ঘটনা আপনার রেজাল্টকে প্রভাবিত করেছিল তা খুবই সংক্ষিপ্তভাবে এসওপিতে উল্লেখ করতে পারেন। আপনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেটাও উল্লেখ করুন। মশার কামড়ে ডেঙ্গু হয়ে আপনার রেজাল্ট যদি খারাপ হয় তার মানে আপনি নিশ্চয়ই খারাপ স্টুডেন্ট নন। এ ধরনের ঘটনা যে কারো জীবনে ঘটতে পারে সেটা অ্যাডমিশন কমিটি জানেন।

* যদি অনার্সে ভুল সাবজেক্ট নেওয়ার জন্য রেজাল্ট খারাপ করেন কিন্তু এখন পছন্দের সাবজেক্টে যেতে চান, তাহলে সেই সাবজেক্টের সাথে রিলেভেন্ট কিছু করার চেষ্টা করুন। পড়েছেন ইতিহাস কিন্তু পড়তে চান জিওগ্রাফি? একটা জিআইএস কোর্স করে ফেলুন।
• নিজের প্রতি কমিটেড থাকুন। ভার্সিটির ফার্স্ট ইয়ারে হায়ার স্টাডির স্বপ্ন দেখে এটাকে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া খুব কঠিন। আর সিজিপিএ যদি কম হয় তাহলে কনফিডেন্স হারিয়ে ফেলাটাই স্বাভাবিক।

★দ্বিতীয় পর্ব: কীভাবে কম্পেন্সেট করবেন আপনার লো সিজিপিএ!

মূল কথাগুলো আগেই বলা হয়েছে। এই পোস্টে আরও কিছু উপায়ের সাথে ইউএসএর ভার্সিটিতে একসেপ্টেড হয়েছেন এমন কয়েকজনের প্রোফাইল, লো সিজিপিএ একসেপ্ট করে এমন কয়েকটা ভার্সিটির নাম আলোচনা করা হবে।
লো সিজিপিএ থাকলে প্রথমেই যেটা করার থাকে তা হল জিআরইতে ভালো করা। এর কোনো বিকল্প নেই। অনেকে বেশি বুঝতে গিয়ে যেসব রিসোর্স পপুলার না সেগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে। ফলাফলটাও হাতেনাতে পায়। জিআরইতে ভালো করতে ইটিএস, ম্যাগুশ, ম্যানহ্যাটন, নোভা, কাপলান, প্রিন্সটন, ব্যারন্স এগুলো ছাড়া আর তেমন কিছু লাগে না। আমার একজন টিচার শুধু ম্যানহ্যাটন ১-৬, ৭-৮, ৫ এলবি পড়েই স্কোর তুলেছেন ৩২৯! এডব্লিউএতে পেয়েছেন ৪। দুঃখ করে বলছিলেন তার টাইপিং স্পিড ভালো না তাই এই সেকশনে এত খারাপ হয়েছে! এছাড়া অনেকে আছে ইটিএস এর রিসোর্সগুলো পড়তে প্রচণ্ড অনীহা। যারা আপনার টেস্ট নেবে তাদের রিসোর্সগুলো ফলো না করা মানেই নিজের পায়ে কুড়াল মারা। বাজারের কোনও বইয়ের স্ট্যান্ডার্ড ইটিএস এর এত কাছাকাছি না। ইন্টারনেটে যত মক টেস্ট আছে সবগুলো দিয়ে দেওয়া উচিৎ। অবশ্যই সবচেয়ে স্ট্যান্ডার্ড মক টেস্ট পাওয়ার প্রেপ ২। আর অর্থ সংকটে না থাকলে একটা ম্যাগুশ সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন।
সম্ভব হলে কিছুদিন কষ্ট করে একটা পাবলিকেশন করুন। লো সিজিপিএ দেখলেই মনে হবে সেই সাবজেক্টে আপনার ভালো দখল নেই। কিন্তু একটা পাবলিকেশন করতে সেই সাবজেক্টের উপর প্রচুর পড়াশোনা এবং স্কিল থাকতে হয়। তাই একটা পাবলিকেশন লো সিজিপিএকে অনেকখানি মেকআপ করবে। যদিও পাবলিকেশন কোনো ম্যান্ডেটরি রিকুয়ারমেনট না।
যদি সাবজেক্ট রিলেটেড শর্ট কোর্স বা ইন্টার্নশিপ করার সুযোগ থাকে তাহলে সেটা হাতছাড়া করবেন না।
ভার্সিটি সিলেক্ট করার ব্যাপারে রিয়েলিস্টিক হওয়া উচিৎ। লোয়ার র‍্যাঙ্কের ভার্সিটিতে অ্যাপ্লাই করতে লজ্জার কিছু নেই। আর র‍্যাঙ্কের ব্যাপারটা রিলেটিভ। দিন শেষে আপনার স্কিলই অন্যদের থেকে আপনাকে আলাদা করবে। যাদের সিজিপিএ ৪.০০ তাদেরও অনেকে নিজের পছন্দের ভার্সিটিতে অ্যাডমিশন পান না। তাই বলে এমন ভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিৎ না যার বিন্দুমাত্র রেপুটেশন নেই। এসব ভার্সিটির ডিগ্রি ক্যারিয়ারকে পিছিয়ে দেবে। ভার্সিটির অ্যাক্রিডিটেশন সম্পর্কেও নিশ্চিত হওয়া উচিৎ।
প্রথমে লো র‍্যাঙ্কের স্কুলে পড়ে পরে সহজেই হায়ার র‍্যাঙ্কের স্কুলে অ্যাডমিশন নিতে পারেন। আমার পরিচিত একজন তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েও ২.৭৫ একসেপ্ট করে এমন ভার্সিটিতে মাস্টার্স করেছিলেন। পরে আবারও জিআরই দিয়েছেন। পিএইচডি করছেন বোস্টনে যার সর্বশেষ র‍্যাঙ্ক দেখেছিলাম ২৪।

আমেরিকার অধিকাংশ ভার্সিটিই অ্যাপ্লিকেশন প্রসেস করার সময় সেগুলো সামগ্রিক বা হোলিস্টিকভাবে বিচার করে। তবুও অ্যাপ্লাই করার আগে নিশ্চিত হয়ে নিন যে তারা আসলেই অ্যাপ্লিকেশন এভাবে এভালুয়েট করবে কি না। প্রোগ্রাম কো-অর্ডিনেটরকে জিজ্ঞাসা করুন তারা সিজিপিএর ভিত্তিতে আগেই অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেয় কি না।
অনেক ভার্সিটি আছে যারা রিকুয়ারমেনট ফুলফিল না-হলে কন্ডিশনাল অ্যাডমিশন দেয়। সেখানে চেষ্টা করতে পারেন। তারা হয়তো এমন কন্ডিশন দিয়ে দেবে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে নির্দিষ্ট গ্রেড মেইনটেইন করতে হবে।
অ্যাপ্লাই করার আগে কোঅর্ডিনেটরকে মেইল করে বিগত বছরগুলোর জিআরই এর কাটঅফ স্কোর জিজ্ঞাসা করে নিন। এতে কিছুটা আইডিয়া পাওয়া যাবে আপনার সম্ভবনা কেমন।
প্রথমবারে রিজেক্টেড হলেও দমে না-গিয়ে পরেরবারে আবারও অ্যাপ্লাই করুন। গ্র্যাজুয়েট স্কুল খুবই কম্পিটিটিভ। হাজারো ভালো ভালো প্রোফাইলের ভিড়ে আপনারটা রিজেক্টেড হতেই পারে। স্প্রিং সেশনে ফান্ড কম থাকলেও মেইল করা উচিৎ। কে জানে, ওই কম ফান্ডের কিছু অংশ আপনার কপালে আছে কি না!

আমেরিকায় ভার্সিটির কমতি নেই। প্রায় সাড়ে তিন হাজারের বেশি ভার্সিটি আছে। তাই মেইল করা, ভার্সিটি সার্চের ক্ষেত্রে কৃপণটা করবেন না।
যে সাবজেক্টে আগে পড়েছেন সেটাতেই হায়ার স্টাডিজে যেতে হবে এমন কোনো মানে নেই। একটা সাবজেক্টের সাথে কানেক্টেড আরও অনেক সাবজেক্ট থাকে। ইকোনমিকসের বিকল্প হতে পারে ডেভেলপমেন্ট স্টাডিজ। ইংরেজির বিকল্প হতে পারে লিঙ্গুইসটিকস। অ্যানথ্রোপোলজি, হিস্ট্রির সাথে বোধহয় আর্কিওলজির সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, আর্কিওলজির একটা স্টেম সাবজেক্ট।

★বিগত বছরগুলোতে অ্যাডমিশন পেয়েছে এমন কয়েকটা লো প্রোফাইল:

Prairie View A&M University
CGPA: 2.83
GRE: : 311
IELTS: 7.5

Florida International University
CGPA: 2nd class 1st
GRE: 301 (Quant – 158, V – 143, AW – 2.5)
IELTS: 6.5

Philadelphia University
CGPA: 2.39
GRE: 323 (V-163, Q-160)
IELTS: 8

Rowan Graduate School of Biomedical Science
CGPA: 2.93
GRE: 305 (148.157)

Saint Louis University
BSc 2nd class
IELTS: 7.5
GRE: 302 (V 147, Q 155, AWA 3)

University of Tennesse- Knoxville
CGPA: 2.98
7.0 (W-6.5, R-7.5, S-7.0, L-7.5)
GRE: 303 (V-143, Q-160)

Alabama A&M University
CGPA: 2.71 With 7 F’s
GRE: 305
IELTS: 6.5
CGPA: 2.98/4.00

Texas Tech University
CGPA: 2.98 with four ‘F’ grades
GRE: 318 (Quant: 163, Verbal: 155, AWA: 4)
TOEFL: 114 (R: 29, W: 30, S: 28, L: 27)

University of North Texas
CGPA: (2nd Class)
GRE: Verbal: 157, AWA: 4
TOEFL: 101(R: 24, W: 24, S: 30, L: 23)

★৩.০০ এর নিচে সিজিপিএ একসেপ্ট করে এমন কিছু ভার্সিটি: (সংগৃহীত)
Arkansas State University 2.75
Arkansas Tech University 2.5
Bradley University 2.75
Cal Poly Pomona 2.5
California State University East Bay 2.5
California State University Fresno 2.75
California State University Fullerton 2.5
California State University Long Beach 2.7
California State University North Ridge 2.5
DePaul University 2.5
Eastern Michigan University 2.7
Gannon University 2.5
Humboldt State University 2.5
Jackson state university 2.5
Lamar University 2.5
Louisiana Tech University 2.5
McNeese State University 2.5
New Jersey Institute of Technology 2.8
Pennsylvania State University 2.75
Pittsburg State University 2.5
Texas A&M University Kingsville 2.7
Texas State University San Marcos 2.75
University of Arkansas 2.5
University of Arkansas at Little Rock 2.7
University of Central Missouri 2.8
University Of Colorado Colorado Springs 2.7
University of Illinois Springfield 2.7
University of Louisiana at Lafayette 2.75
University of Memphis 2.5
University of South Alabama 2.5
University of South Dakota 2.7
University of Tennessee at Chattanooga 2.7
University of the District of Columbia 2.5
University of Wisconsin – Milwaukee 2.75
Valparaiso University 2.00
Western Illinois University 2.75
Wright State University 2.7