Listening এর question type নিয়ে বিস্তারিত!

এই মডিউলে ৪টা সেকশান থাকে। প্রতি সেকশানে ১০টা করে প্রশ্ন থাকে। মোট ৪০টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক থাকে ১ করে। আপনাকে ৪ রকম লেকচার বা কনভার্সেশন শোনানো হবে, এবং শুনতে শুনতেই আপনাকে খসড়া উত্তর লিখতে হবে। লেকচার বা কনভার্সেশন শুরুর আগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে, কে কী নিয়ে কথা বলতে যাচ্ছে। এখানে কিছুটা সময় পাওয়া যায়, যাতে আপকামিং প্রশ্নগুলোর ওপর আপনি একটু চোখ বুলিয়ে নিতে পারেন। প্রথমটা সবচেয়ে সোজা এবং শেষেরটা সবচেয়ে কঠিন, এই ক্রমে অডিওগুলোকে সাজানো হয়ে থাকে।

 

৪ টা অডিও এর ওপর মোট ৪০টা প্রশ্ন হবে, ৩০ মিনিটের মধ্যেই অডিওগুলো শেষ হয়ে যাবে। অডিও শুনতে শুনতে প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো লিখে ফেলুন। IELTS এর বেশ কিছু প্রশ্নের মধ্যেই নির্দেশ দেওয়া থাকে, NO MORE THAN TWO WORDS অথবা NO MORE THAN THREE WORDS. সম্ভাব্য উত্তর লেখার সময় এতোকিছু ভাবার দরকার নেই। অডিও শেষ হবার পর আরও ১০মিনিট পাওয়া যাবে উত্তরগুলোকে answer sheet-এ ট্রান্সফার করার জন্য, তখন নির্দেশ মোতাবেক এডিট করে নিলেই হবে। অডিও চলাকালীন সময়ে এই জাতীয় এডিটিং করতে গেলে পরবর্তী প্রশ্নের উত্তর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে।

 

লিসেনিং সেকশনে মোটামুটি ৬ টাইপের প্রশ্ন থাকে। আলোচনার সুবিধার্থে আমরা একটি কাল্পনিক আলোচনা শুনি (I mean, পড়ি)……

 

মনে করুন, একজন একটা সেলফোনের কাস্টোমার কেয়ারে ফোন করেছে তার সমস্যার কথা বলার জন্য। আপনি সমস্যায় জর্জরিত ব্যক্তিটি এবং কাস্টোমার কেয়ার ম্যানেজারের মধ্যে কথাবার্তা শুনছেন। তাদের মধ্যে অনেকক্ষণ সুখ-দুঃখের আলাপ হলো। যেমন- প্রথমে নাম জানতে চাওয়া, ফোন নাম্বার জানতে চাওয়া, গ্রাহক কী ধরনের বাঁশ খেয়েছে, কবে থেকে এই জাতীয় বাঁশ খাচ্ছে, সপ্তাহে কয়বার ব্যথা অনুভূত হয়, ইত্যাদি ইত্যাদি। পরে কাঁদে না, লক্ষী সোনা জাতীয় কথাবার্তা বলে ফুসলিয়ে একটা যা-তা সমাধান দেওয়ার মাধ্যমে আলোচনা শেষ হলো।

 

★ MCQ- সঠিক উত্তর বাছাই করতে হবে। নির্দেশ অনুযায়ী এক বা একাধিক সঠিক উত্তর বেছে নিতে হবে। মনে রাখবেন, answer sheet-এ ট্রান্সফার করার সময় শুধু সঠিক উত্তর নির্দেশকারী অক্ষরটাকেই লিখতে হবে, পুরো উত্তরটা নয়। যেমন, সপ্তাহে কয়বার ব্যথা হয়, এটার অপশন যদি এমন হয়-

  1. once b. twice c. three times d. ten times

এবং সঠিক উত্তর যদি হয় দশবার (ব্যাটা বাঁইচ্যা আছে ক্যামনে?) তাহলে উত্তরপত্রে শুধু D লিখতে হবে, TEN TIMES লেখা যাবে না। লিখলে গোল্লা !!

 

★ Short Answer Question- ছোটো ছোটো প্রশ্ন, ছোটো ছোটো উত্তর দিতে হবে, তিন শব্দ বা সংখ্যার মধ্যে।

 

★ Sentence Completion- শূন্যস্থান পূরণ, NO MORE THAN THREE WORDS AND/OR NUMBER নিয়ম প্রযোজ্য।

 

★ Filling up a Table/Form/Note/Flow Chart/Summary- আপনার কাছে একটি ফর্ম আছে, যেখানে কিছু কিছু ইনফর্মেশন নেই। যেমন, জর্জরিত ব্যক্তির নাম আছে, কিন্তু ফোন নাম্বারটা নেই। বাঁশটা কী, সেটা ঐ ফর্মে আছে, কিন্তু কবে থেকে খাচ্ছে বা সপ্তাহে কয়বার খাচ্ছে, এগুলো নেই। শুনতে শুনতে আপনাকে সেগুলো লিখে ফেলতে হবে। ইনফর্মেশন যদি বিভিন্ন ক্যাটাগরিতে হয়, তাহলে পুরোটা টেবিল আকারে আসতে পারে। অথবা যদি কোন প্রসেস নিয়ে কথাবার্তা হয়, তাহলে ফ্লো চার্টের আকারে আসতে পারে। পুরো কনভার্সেশনটা একটা summary আকারে কিছু গ্যাপ সহও আসতে পারে।

 

★ Labeling a Diagram/Map- একটা ম্যাপ বা কোন যন্ত্রের ছবি দেওয়া থাকবে এবং অডিওতে সেই ম্যাপ বা যন্ত্রের বর্ণনা দেয়া হবে। ম্যাপ বা যন্ত্রের কিছু কিছু অংশ মার্ক করা থাকবে। বর্ণনা শুনে শুনে ম্যাপের বাকি জায়গাগুলো মার্ক করতে হবে।

 

★ Matching- দুই কলামের দুই সেট ইনফর্মেশনের মধ্যে ম্যাচ করতে হবে। এই জাতীয় প্রশ্নের জন্য অডিও শুরুর আগে যে সময়টা পাওয়া যায়, সে সময়টাতে ভালো করে আগাম ধারণা নিয়ে রাখতে হয়।

 

© NexTopUSA

💬
BANGLAY AI