Knight Hennessey scholarship, USA
(নাইট হেনেসি স্কলারশিপ, ইউএসএ)
স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া আমাদের হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে ইউএসএ অন্যতম। যুক্তরাষ্ট্র প্রতিবছর স্কলারশিপসহ সর্বোচ্চসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে থাকে। এর মধ্যে একটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।ক্যালিফোর্নিয়া ইউএসএরএকটি প্রানকেন্দ্র বলা যেতে পারে। স্ট্যানফোর্ড শিক্ষার মান বজায় রেখে বিশ্বসেরার তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। ১৮টি গবেষণা ইনস্টিটিউট ও ৭টি স্কুলের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা করে থাকে। প্রতিবছর খুব অল্পসংখ্যক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। বেসরকারি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো স্কলারশিপ দেওয়া হয় না। তবে বিভিন্ন তহবিল থেকে শিক্ষার্থীদের স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। স্নাতকোত্তর পর্যায়ে এমন একটি স্কলারশিপ প্রোগ্রাম হলো নাইট হেনেসি স্কলারশিপ প্রোগ্রাম।
.
নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়। বর্তমানে এর তহবিলের পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা প্রতিবছর ১০০ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে স্কলারশিপ দিয়ে থাকে।
.
দ্য নাইট-হেনেসি প্রোগ্রাম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সব খরচ বহন করবে। যেসব শিক্ষার্থী প্রাণবন্ত, বিদ্যামনা, স্নেহশীল, স্বাধীন চিন্তাচেতনা দ্বারা ভিন্নমত পোষণ করেন, উদ্দেশ্যমূলক নেতৃত্বের মাধ্যমে নিজে এবং অন্যদের উন্নতি করতে আগ্রহী, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে, কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।
.
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
কোনো বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি—এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।
২০১৭ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে।
মার্কিন সেনাবাহিনীতে যাঁদের অবদান থাকবে, তাঁরা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন।
.
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত সাতটি স্কুলের সব বিষয়ে অধ্যয়ন করা যাবে
স্কুল অব ইঞ্জিনিয়ারিং
স্কুল অব মেডিসিন
স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস
স্ট্যানফোর্ড ল স্কুল
স্কুল অব এডুকেশন
স্কুল অব আর্থ সায়েন্স
স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সায়েন্সেস
.
সুযোগ-সুবিধা
একটি ফেলোশিপের মাধ্যমে সব টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
থাকার ব্যবস্থা
একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, একাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেওয়া হবে।
ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা দেওয়া হবে।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন।
.
আবেদনের পদ্ধতি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলাদা করে নাইট-হেনেসি স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে জমা দিতে হবে।
জমা দেওয়ার পর ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।
আবেদনকারীকে এক পৃষ্ঠার সিভি দিতে হবে।
একাডেমিক ট্রান্সক্রিপট জমা দিতে হবে।
দুটো রেকমেন্ডেশন লেটার দিতে হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থী যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, তাঁদের ইংরেজি ভাষায় দক্ষতার সনদ দেখাতে হবে।
আগে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে হবে।
প্রয়োজনীয় পরীক্ষার সনদ জমা দিতে হবে।
পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস নিয়ে জানাতে হবে।
২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখতে হবে।
.
আবেদন শুরু: আগস্ট, ২০২২ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে।
ওয়েবসাইট: https://knight-hennessy.stanford.edu/