The International English Language Testing System (IELTS) হল ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার একটা পরীক্ষা। এই পরীক্ষা মূলত ইংরেজি দক্ষতা যাচাইয়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা যেটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা সেন্টারের তৈরি। বিশ্বব্যাপী এই পরীক্ষাটি Brithish Council এবং IDP থেকে নিতে পারে। কিন্তু প্রশ্ন সেট করা হয়ে থাকে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ কর্তৃপক্ষ দ্বারা। এই পরীক্ষা পদ্ধতি মূলত দুই রকমের- 1) IELTS Academic এবং 2) IELTS General Test। আপনি যদি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশযাত্রা করতে চান, তাহলে আপনাকে Academic IELTS দিতে হবে। তাছাড়া অন্য কোনও উদ্দেশ্য (যেমন- চাকুরী/ব্যবসা/ইমিগ্রেশন ইত্যাদি) বিদেশযাত্রা করতে চাইলে আপনাকে General IELTS দিতে হবে। এই দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্য যৎসামান্যই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একাডেমিক-এর তুলনায় জেনারেল পরীক্ষার ব্যাপ্তি একটু বেশি। আর ঢাকায় সাধারণত প্রতি মাসেই ৩-৪টার মতো পরীক্ষার তারিখ থাকে। কিন্তু ঢাকার বাইরে মাসে ১/২টা পরীক্ষার তারিখ থাকে। পরীক্ষা দিতে ১৮৭৫০ টাকা আর পাসপোর্ট (ক্ষেত্রবিশেষে এনআইডি দিয়েও হয়) লাগে। রেজাল্ট পেতে সময় লাগে ১৩ দিন।