IELTS Reading - এ ৮কানোর আটকানোর ভয় আর নয়!

অনেকেই বলে, IELTS Reading পরীক্ষায় সময় যেন একদম উড়ে যায়। মাত্র ৬০ মিনিট সময়, আর তাতে ৩টা বড় প্যাসেজ আর ৪০টা প্রশ্ন! শুরুটা ভালো হলেও অনেক সময় দেখা যায়, শেষ প্যাসেজে এসে আর সময় থাকে না।
যারা Reading -এ Band 8.0 পেতে চান, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে সময় ঠিকভাবে ব্যবহার করা।
✔ Time Management কেন দরকার?
অনেক সময় দেখা যায়, কেউ ভালো পড়তে পারে, কিন্তু সময় কম পড়ে যাওয়ায় প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারে না। তখন ভুল হয় বেশি, আর কাঙ্ক্ষিত স্কোরটা আর পাওয়া যায় না।
Reading -এ ভালো করতে হলে শুধু ইংরেজি জানলেই হবে না, সময় কিভাবে কাজে লাগাতে হবে, সেটাও জানতে হবে।
✔ Time Management-এর সহজ কিছু উপায়-
১. প্রতিটি প্যাসেজের জন্য সময় ভাগ করে নিন
তিনটি প্যাসেজের জন্য আপনি চাইলে ২০ মিনিট করে ভাগ করে নিতে পারেন। তবে প্রথম দুইটা প্যাসেজ একটু সহজ হয়, সেগুলো চেষ্টা করুন ১৫-১৭ মিনিটে শেষ করতে। তাহলে শেষের কঠিন প্যাসেজে বেশি সময় পাবেন।
২. Skimming আর Scanning প্র্যাকটিস করুন-
প্যাসেজের প্রতিটি শব্দ পড়ার দরকার নেই। চোখ বুলিয়ে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার জন্য Skimming আর Scanning ব্যবহার করুন। এতে সময়ও বাঁচবে, উত্তর খুঁজতেও সুবিধা হবে।
৩. টাইম দিয়ে প্র্যাকটিস করুন-
প্রতিদিন একটা করে Reading সেট নিন, ঘড়ি ধরে সময় বেঁধে সমাধান করার অভ্যাস করুন। এতে করে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় বেশি সময় নিচ্ছেন।
৪. যেটা কঠিন লাগবে, সেটায় আটকে থাকবেন না-
Reading -এ এমন অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর খুঁজে পাওয়া কঠিন হয়। সেগুলোতে বেশি সময় নষ্ট না করে পরের প্রশ্নে যান। পরে সময় থাকলে আবার ফিরে আসবেন।
✔ কীভাবে প্রস্তুতি নেবেন?
* প্রথমে ভালোভাবে বুঝে নিন IELTS Reading এর ফরম্যাটটা কেমন।
* প্রতিদিন চেষ্টা করুন একটা করে Reading Practice সমাধান করতে।
* কোথায় কোথায় সময় বেশি লাগছে, খেয়াল রাখুন।
* যেসব প্রশ্নে ভুল হচ্ছে, সেগুলো দেখে বুঝে নিন কেন ভুল হচ্ছে।
Reading -এ ভালো করতে হলে regular practice, consistency, patience আর একটা good strategy লাগবে। সময়কে যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে Band 8.0 পাওয়াটা কঠিন কিছু নয়।
✔ For Further Guidelines:
– Website: http://banglayielts.com/
– Online Batch: 01303537667
– Offline Batch: 01329719503
✔ YouTube Channel For FREE Resources:
https://www.youtube.com/BanglayIelTS
Popular Post
- ⏲ 31 Aug 2025 ✎Banglay IELTSIELTS Listening Practice Test PDF: The Key to Your PreparationThe IELTS Listening test is a critical component of the
- ⏲ 31 Aug 2025 ✎Banglay IELTSIELTS Vocabulary English to Bangla: Mastering Words for Your ExamFor many Bangladeshi students, the biggest challenge in IELTS is
- ⏲ 31 Aug 2025 ✎Banglay IELTSArticle for IELTS Reading: Your Key to a High Band ScoreThe IELTS Reading test is a crucial module that requires
- ⏲ 31 Aug 2025 ✎Banglay IELTSIELTS Writing Marking Criteria: How Your Essay is ScoredTo achieve a high band score on the IELTS Writing