IELTS এর band score কীভাবে নির্ধারণ করা হয়?

প্রত্যেক সেকশনে ১ থেকে ৯ এর মধ্যে একটা স্কোর দেওয়া হবে। আবার চার সেকশনের স্কোর যোগ করে গড় করা হয়, যেটাকে বলে Band Score. Band Score এর স্কেলও একই, ১ থেকে ৯ এর মধ্যে। Band score বাড়ে আধা আধা করে, যেমন-6, 6.5, 7. চার সেকশনের গড় করতে গিয়ে যদি 6.75 হয়ে যায়, তাহলে সেটাকে round off করে 7 বানিয়ে দেয়া হয়। অধিকাংশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য 6.5 এর প্রয়োজন হয়।