যারা নিজে নিজে IELTS এর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু গ্রামারের কোন কোন টপিক পড়বেন বুঝতে পারছেন না তাদের জন্য!
★ যে বিষয়গুলো আগে পড়বেন:
- BE VERB.
- TENSE and Voice (Active থেকে passive এবং Passive থেকে Active এগুলো শিখতে হবে না। শুধু Active/Passive এর বাক্যগুলো বুঝতে শিখলেই চলবে। Voice এর Basic Idea থাকলেই যথেষ্ট।
- Article, Preposition, Punctuation, Infinitive, Gerund, Linking Word এগুলো ছাড়া বাক্য সঠিকভাবে লেখা সম্ভব না৷ তবে Preposition এর ক্ষেত্রে একেবারে গভীর নলেজ না থাকলেও চলবে৷ Basic Idea থাকলেই যথেষ্ট।
- Simple, Complex, Compound, Clause, Conditionals এগুলো বড় বাক্য লেখার জন্য লাগবে।
আমরা আমাদের ক্লাস পরীক্ষায় পাশ করার জন্য যেভাবে Preposition এর ব্যতিক্রম নিয়ম, Voice Change, Transformation of Sentence শিখেছি, এগুলো না-শিখে এগুলোর Basic Idea দিয়ে প্রয়োগসহ শিখলেই যথেষ্ট।
২৩ দিনের একটা মোটামুটি প্ল্যান করতে পারেন।
Be verb- ২ দিন
Tense এর স্ট্রাকচার- ৩ দিন
Voice এর শুধুমাত্র Passive Sense- ২ দিন
Simple, Complex- ২ দিন
Compound, Conditional- ২ দিন
Clause- ২ দিন
Article- ২ দিন
Preposition- ৩ দিন
Gerund- ১ দিন
Infinitive- ১ দিন
Punctuation- ২ দিন
Linking Word- ১ দিন
গ্রামারের জন্য ২৩ দিনের টার্গেট করতে পারেন, রেগুলার ১/২ঘন্টা গ্রামার পড়লেই ইনশাআল্লাহ ২৩ দিনে একটা লেভেলে যেতে পারবেন৷ তবে গ্রামার শেখার শেষ নেই৷ এটা মোটামুটি একটা প্ল্যান।
Collected and Edited by Meer Eikram.