Higher study in history subject

ইতিহাস বিভাগ ও উচ্চশিক্ষা
আজিজুর রহমান মল্লিক বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ। তিনি আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়ান রিজিওনাল স্টাডিস বিভাগের প্রথম পূর্ণ অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা উপাচার্য, বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, ভারতে (একই সঙ্গে নেপাল ও ভুটান) বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত, দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী, এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাচিত চেয়ারম্যান।
উচ্চশিক্ষার জন্য আজকাল অনেকেই দেশের বাইরের ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কিংবা পিএইচডি করতে ইচ্ছুক। কিন্তু অনেকেই তাদের আন্ডারগ্র্যাড সাব্জেক্ট নিয়ে হীনমন্যতায় ভুগে এবং ভেবে বসে আমাদের সাব্জেক্ট থেকে উচ্চশিক্ষার সুযোগ কম কিংবা গবেষণার সুযোগ কম, অথচ বিষয়গুলো সত্যি না। ইনফরমেশন না জানার কারণে শিক্ষার্থীরা এমন ভেবে বসে কিংবা নিজ সাব্জেক্ট এর অপরচুনিটিজ নিয়ে একদম এক্সপ্লোর করে না। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ও অনেক ভালো সুযোগ আছে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার।
উদাহরণ হিসেবে ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা এর ডিপার্টমেন্ট অব হিস্টোরি এর ফিল্ড অফ স্টাডি দেখতে পারেন
Geographic Fields
1. African History
2. American History
3. Atlantic World History
4. British and Irish History
5. Canadian History
6. European History
7. East Asian History
8. Latin America and Caribbean History
9. Mediterranean and Middle Eastern History
10. Russian History
11. South Asian History
12. Southeast Asian History
Thematic Fields
1. History of Conflict, Violence and Genocide
2. Cultural and Intellectual History
3. History of Economy, Technology, and Society
4. History of Empires, Colonialisms, and Indigeneity
5. Food History
6. History of Gender, Sex, and Sexualities
7. International Relations
8. Medieval History
9. History of Medicine
10. History of Migration/Diaspora
11. History of Religion and Society
Social History
12. History of State, Politics, and Law
তাছাড়া ও ইতিহাস থেকে আরো অনেক বিষয়ে স্টাডি করার সুযোগ আছে। যেমন-
1. Administrative history
2. Alltagsgeschichte
3. Art history
4. Auxiliary sciences of history
5. Chorography
6. Church history
7. Counterfactual history
8. Cultural history
9. Demographic history
10. Historical demography
11. Ethnic history
12. Ethnohistory
13. Historical anthropology
14. Information history
15. Intellectual history
16. Landscape history
17. Microhistory
18. New Philology
19. Political history
20. Post-classical history
21. Psychohistory
22. Public history
23. Quantitative history
24. Renaissance studies
25. Rural history
26. Social history
27. Subaltern Studies
28. Transnational history
29. Urban history
30. World history
ইতিহাস থেকে পড়াশোনা শেষ করে আর্টস, কালচার, বিজনেস, সোশ্যাল সায়েন্সের অনেক বিষয়ে উচ্চশিক্ষা নেয়া যায়। নিজেকে ঐভাবে প্রস্তুত করতে হবে। আর এই টেকনোলজির যুগে পুরো বিশ্ব আমাদের কর্মক্ষেত্র। উচ্চশিক্ষার জন্য দরকার ইচ্ছাশক্তি, এবং পরিশ্রম করার মনোভাব। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুনগত শিক্ষা দরকার এবং গুনগত শিক্ষার জন্য গবেষণামুখী শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।
লেখাঃ তাকবীর হোসেন
তথ্য সংগ্রহ উইকিপিডিয়া এবং ইউনিভার্সিটি ওয়েবসাইট, লেখায় কোথা ও ভুল হলে ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন।