GRE নিয়ে যারা হাতাশায় ভুগছেন এই পোস্টটি তাদের জন্য…

প্রথমেই বলে নেই আমি খুবই বাজে টাইপের স্টুডেন্ট, যাকে বলে একদম পিওর ব্যাকবেঞ্চার। আপনি যদি খুবই ব্রিলিয়ান্ট হন দয়া করে পোস্টটি এড়িয়ে যাবেন। GRE ৩১৫+ টাইপের কারো জন্য এই পোস্ট না।

এই লেখাটা শুরু করার আগে আমি অনেকবার ভেবেছি। যে আসলেই এইধরনের লেখা আমার লেখা উচিত কিনা। আমি কোন মোটিভেশান দিচ্ছি না। আমি শুধু আমার এক্সপিরিয়েন্স তুলে ধরছি। কতটা বাজে অবস্থায় মধ্যে দিয়ে গিয়েছি সেটা তুলে ধরছি। কতটা হতাশ হয়েছি সেটা তুলে ধরছি। তবুও হাল ছাড়িনি। কেউ যদি পোস্টটা পড়ে অনুপ্রানিত হন, তাতেই আমি খুশি।

আমি প্রথমবার GRE দেই ২০১৯ সালের ৮ জানুয়ারি। বন্ধুবান্ধব সবাই দেশের বাইরে পড়তে যাচ্ছে দেখে, আমিও ভাবলাম দেশের বাইরে পড়তে যাবো। দুই একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে বই খাতা কিনে শুরু করলাম পড়াশোনা। হালকা পাতলা পড়াশোনা করলাম, ভাবলাম GRE খুবই সোজা। জীবনে কত কঠিন পরীক্ষা দিয়ে আসছি! এ আর এমন কি। পরীক্ষা দিতে যাবো আর ৩২০ পেয়ে চলে আসবো! ফলাফল যা হবার তাই হলো, GRE SCORE- 288 (V-138,Q-150, AWA- 2.5).

এইবার আমি হতাশ হয়ে গেলাম! সিরিয়াস লেভেলের হতাশ। ততদিনে আমার টার্গেট আমেরিকাতেই পড়তে যাওয়া। আমার সেকেন্ড কোন অপশন নাই। সরকারি চাকরির কোন পড়ালেখা করিনি। আমি ঘোর বিসিএস বিরোধী। সবাইকে বলতাম আমেরিকা যাবো। যা বলতাম তা করতে পারিনি! কাউকে মুখ দেখানোর উপায় নাই। নিজের বাবা মার সামনেও যেতে পারি না। 

তো যাইহোক, এইবার শুরু হলো আমার আসল সংগ্রাম। নিজেকে বুঝালাম, শুরু যখন করছি শেষ করতেই হবে। এতদূর এসে ফেরত যাবার কোন পথ নেই। মরে গেলে যাবো, তাও GRE এর শেষ দেখে ছাড়বো। কিছুদিন ঘুরাঘুরি করলাম। মাথা ঠান্ডা করলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম আবার।

মোটামুটি ৬ মাসের টাইমলাইন হাতে নিলাম। প্রথমে ৬ মাসের জন্য দুনিয়ায় সবকিছু ছেড়ে দিলাম সবকিছু। ফটোগ্রাফি করতাম, ছেড়ে দিলাম। ট্রাভেল করলাম প্রচুর, ছেড়ে দিলাম। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ। বাবা-মায়ের সাথেও কথা প্রায় বন্ধ। শুধু আমি আর GRE। আমার জীবনে আর কিছু নাই।

ভোকাবুলারি আর আর্টিকেল পড়া দিয়ে শুরু করলাম। পরীক্ষার দুইদিন আগ পর্যন্ত প্রতিদিন আমি এই কাজ করে গেছি, I never miss a day, never. GREকে জীবনের ধ্যান,জ্ঞান বানায়ে ফেললাম। প্রতিদিন ৭-৮ ঘন্টা পড়াশোনা করেছি। বাজারের মোটামুটি এমন কোন বই নাই যেটা আমি পড়ি নাই। গ্রেকেও ভর্তি হলাম,  মানে এবার আর কোন রিস্ক নিতে চাই না। গ্রেকের ফ্যাকাল্টি জিতু ভাই, ক্লাসমেট তন্নী আপু এনারা দুইজন আমাকে খুবই সাহায্য করেছে। লাইফ সাইন্সের স্টুডেন্ট হওয়ার আমি কোয়ান্টে খুবই দুর্বল ছিলাম। যখনই কোন সমস্যায় পড়তাম ওনাদের নক করতাম। ওনারা সলভ করে দিতেন।

এর মাঝে ৩ মাস পর মক দিলাম। আশা অনুযায়ী স্কোর আসলো না। যত বই ছিলো, রাগ করে সব ছিড়েখুঁড়ে ফেললাম। সব। ওইদিন রাতে অনেক কান্নাকাটি করলাম। তাহলে GRE কি আমার জন্য না? আমি কি এতই বাজে ছাত্র যে আমার দ্বারা GRE হবে না? আমেরিকায় পড়তে যাবার স্বপ্ন, দুনিয়া ঘুরার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে?

পরেরদিন সকালে ঘুম থেকে উঠে আবার নিজেকে বোঝালাম, যে যা হবার হইসে, ছাল ছাড়া যাবে না। GRE এর শেষ দেখেই ছাড়তে হবে। আবার নীলক্ষেত গিয়ে সব বই কিনে আনলাম। আবার পড়াশোনা শুরু। এইবার পড়ার স্পিড আরো বাড়িয়ে দিলাম। দিনে ৮-১০ ঘন্টা পড়তাম। এরপর আবার মক দিলাম ২ মাস পর আশানুরূপ স্কোর পেতে শুরু করলাম। ২০২০ এর ফেব্রুয়ারীর ১০ তারিখ সাহস করে ডেট নিয়ে ফেললাম। এক্সাম দিলাম এবার GRE SCORE ( V-150,Q-157, AWA- 3). আমার টার্গেট ছিলো ৩১০+ যদিও পাইনি তবুও আমি খুশি, লাইফ সাইন্স থেকে আশাকরি মোটামুটি একটা ভার্সিটিতে হয়ে যাবে।

তো আর কি, শেষে একটু মোটিভেশাল কথা বলি। আপনি GRE দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মানে আপনি অর্ধেক আমেরিকা চলে গেছেন। অনেক ভালো ছাত্ররা GRE দেয়ার সাহস পর্যন্ত করে না। এখন পর্যন্ত আমি এমন কাউকে দেখি নি, যে দেশের বাইরে পড়তে যেতে চেয়েছি কিন্তু পারেনি। হয়তো দেরি হবে, বাট যেতে পারবেন। আজকে নাহয় কালকে, আপনি যাবেনই। আর একটা কথা, হাল ছাড়া যাবে না, কোনদিন না, কখনোই না। জাস্ট কচ্ছপের মতো লেগে থাকুন। কে কি বললো, কানে নেয়ার কিছু নাই। অনেক মানুষ আছে যারা ৩,৪ এমনকি ৫ বার GRE দিয়েছে। এখন আমেরিকাতে আছে। 

একবার না হলে ১০ বার GRE দেবেন, আমেরিকা যাবেন মানে যাবেনই, সেকেন্ড কোন অপশন নাই…

VISA INTERVIEW EXPERIENCE: USA

A backloggers stroy with 3.09 CGPA and 8 backlogs! 

VISA Type: F1

Interview Date: 27 July 2021

CEAC Status: Issued

Term: Fall 2021

University: University of Hawaii at Manoa 

Program: PhD in Animal Science

Fund: Graduate Teaching Assistantship with 12k surplus in i-20.

Interview Time: 7:45 am

Entered the compound at 7:30. Security Checked everything then send me to the interview room. There was long quene for counter 4 around 5-6 people were in the line. Only Counter 6 and 8 were open. From the line I can hear the interview of others. At that time 4 people were rejected from Counter 6. I was really nervous then, praying to skip the Bald man. Anyways, In Counter 4. I updated my new passport number to the cgi profile. He told me to sit down. So, I sit and waited for my turn. While i’m sitting, I saw the bald guy issue only one visa after taking 4 interviews. I was pretty scared then. Then, the counter 6 guy announced my name! আমি মনে মনে, সারছে আমারে! এইবার শেষ! 

Physical Description of VO: The infamous White American Bald Gentleman 

Interview with VO:

Me: Good Morning.

VO: Good Morning.

VO: Please pass your passport & i20. 

Me: Here it is.

VO: You are fully funded. Great!

Me: Yes, sir I am.

VO: Is it TA or RA?

Me: it is TA.

VO: So you will be teaching? 

Me: Yes.

VO: Did you ever been into USA?

Me: No sir.

VO: What’s your Major?

Me: Told.

VO: What’s your MS?

Me: MS in Animal Science.

VO: What’s your Undergrad University? 

Me: Sylhet Agricultural University.

VO: Do you have any relatives in US?

Me: No sir.

VO: Are you married? 

Me: No sir.

VO: Have you travel any other country?

Me: Yes, India.

VO: What’s the reason? 

Me: For my internship, it’s only for 10 days. 

VO: Okey. I’m approving your visa. Collect your passport within two weeks.

Me: Thank you. Have a good day.

My Profile:

Doctor of Veterinary Medicine

Sylhet Agricultural University 

CGPA: 3.091/4.00 ( with 8 backlogs) 

MS in Animal Science 

CGPA: 3.711/4.00 ( I have applied with first 2 semester result cgpa was 3.665)

GRE: 307 (Quantitative 157; Verbal 150; AWA: 3)

IELTS: 7.5 (R 8; L 8; S 7; W 7)

No research experience 

No work experience 

Applied Universities:

  1. University of Nebraska Lincoln ( MS, Rejected) 
  2. University of Maryland ( PhD, Rejected. However, Professor was convinced, took my interview 2 times, Grad committee took my interview too.Then I get rejected. Now the Professor change the university and offered me a PhD again in fall 22. I’m not sure, maybe I can change my university later)
  3. Louisiana State University ( PhD in Biomedical Sciences, Grad committee took my interview and rejected) 
  4. Washington State University ( MS, Rejected)
  5. University of Maine ( PhD in Biomedical Sciences, Professor was convinced grad committee rejected me)
  6. West Virginia University ( PhD, Rejected)
  7. Kansas State University ( MS, Rejected) 
  8. Okalohama State University ( PhD, Decision Pending) 
  9. University of Hawaii at Manoa ( PhD, Fully funded with TA)
  10. Texas Tech University ( PhD, but they offer me MS with partial funding) 
  11. University of Delaware ( PhD, Rejected) 
  12. Idaho State University ( Ms, Rejected) 

After 9 rejection i have get my first admission from TTU. Then a few days later I get the full funded PhD offer. I have send 700+ email. After 700 emails I lost count. I started to reach out professors for fall 22 again. I spent many sleepless night, getting rejected from everywhere. I cried, I was hopeless. I never sit for BCS, never give any Job exam. I  was adamant to go to USA and I never gave up. And it works.

পরিশেষে, এই গ্রুপটাকে অসংখ্য ধন্যবাদ। সকল এডমিন, সকল মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। হায়ার স্টাডি সম্পর্কে জানা, বোঝা, GRE দেয়া, এপ্লাই করা সবকিছু এই গ্রুপটা থেকেই শেখা। এই গ্রুপটা না থাকলে আজকে হয়তো আমি ইউএস যেতে পারতাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। 

GRE নিয়ে আমি কি পরিমান স্ট্রাগল করেছি তার একটা পোস্ট এই গ্রুপেই আছে। পড়ে দেখতে পারেন। আমার বাকি জার্নি নিয়ে পরে একটা বিস্তারিত পোস্ট শেয়ার করবো।

And Never Give Up!

 

© Sadid Al Amaz

PhD Candidate, USA

💬
BANGLAY AI