IELTS কি পুরোপুরি কম্পিউটার বেইজড হতে যাচ্ছে?
Let's know the FACT!
এই ক'দিন ধরে ফেসবুক, ইউটিউব আর নানা জায়গায় অনেকেই বলছেন, IELTS পরীক্ষা নাকি এবার থেকে পুরোপুরি COMPUTER BASED হয়ে যাবে। অনেকেই এই খবর দেখে দুশ্চিন্তায় পড়েছেন, কেউ কেউ আবার ভাবছেন, PAPER BASED পরীক্ষা হয়তো আর থাকবেই না।
কিন্তু আসলে কী?
এখন পর্যন্ত British Council বা IDP-এর পক্ষ থেকে এমন কোনো অফিসিয়াল Announcement আসেনি! যে IELTS একদম COMPUTER BASED হয়ে যাচ্ছে বা PAPER BASED পরীক্ষা বন্ধ হয়ে যাবে।
হ্যাঁ, অনেক সেন্টারে COMPUTER BASED অপশন আছে, কিন্তু PAPER BASED ফরম্যাটও এখনো চালু আছে এবং অনেকেই সেই ফরম্যাটে পরীক্ষা দিচ্ছেন।
এখন আপনার কী করা উচিত?
– যেসব তথ্যের SOURCE নিশ্চিত না, সেগুলো বিশ্বাস করবেন না
– মাথা ঠান্ডা রেখে PREPARATION চালিয়ে যান
– কোনো পরিবর্তন হলে আমরাই আপনাকে আগে জানাবো
যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা জানতে চান, কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন:
01329719512
Share it Now
Popular Post
- 02 Nov 2025 Curtin University IELTS Requirement 2025 – Admission, Band Score & Eligibility GuideIf you’re planning to study in Australia, Curtin University is
13 May 2022 Matching Headings এবং True/False/Not Given নিয়ে সকল প্রশ্নের সমাধান!IELTS এবং GRE– দুটো পরীক্ষাতেই আপনি যত কৌশল খাটিয়ে উত্তর
13 May 2022 Higher Study in USAরিমাইন্ডার ফর বিগিনার্সঃ ১. বেশিরভাগ ভার্সিটিতে টোয়েফল এর মিনিমাম স্কোর
15 Jul 2022 Using Idioms in the IELTS Speaking TestUsing Idioms in the IELTS Speaking Test অন্য ভাষা শেখার লোকদের


