কোনটা বেশি গুরুত্বপূর্ণ, Passive English না কি Active English?

IELTS এর প্রস্তুতির ক্ষেত্রে Passive English(Listening, Reading) বেশি গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি IELTS এর Listening এবং Reading-এ একটু টেকনিক্যালি প্রাকটিস করলে ৮/৮.৫ পাওয়া সম্ভব। এই দুইটা দিয়ে খুবই সহজে ওভারঅল স্কোর বৃদ্ধি করা যায়। তার জন্য Passive English এর ব্যবহার বাড়াতে হবে। আমার পরিচিত বন্ধু, সিনিয়র ভাই কিংবা স্টুডেন্টদের চিনি যারা ৭.৫-৮ স্কোর পেয়েছে খুবই সহজে শুধুমাত্র তাদের passive English এর কারণে। জাস্ট পরীক্ষার আগে ২-২.৫ মাস ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে Active English (Writing, Speaking) পরীক্ষার আগে অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে। Active English এর জন্য আসলে টেস্ট দিয়ে ভালো করে মূল্যায়ন করতে হবে। কারণ আমাদের চিন্তা করার সাথে বলা, লেখার synchronization হতে সমস্যা হয়। ফলে নিজের লেখা, বলা নিজে চেক করলেও বুঝা যায় যে, যেমন চিন্তা করছিলাম তাড়াতাড়ি বলতে বা লিখতে গিয়ে তেমন বের হচ্ছে না। কারণ আমরা নেটিভ ইউজার না, এটা অভ্যাস সাপেক্ষ। এই জন্যই প্র্যাকটিসটা মুখ্য।