অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই, আমি তো এখন প্রথম/দ্বিতীয় বর্ষে আছি, এখন থেকেই কি আমার প্রস্তুতি শুরু করা উচিত? আমি প্রথমেই বলেছি, IELTS হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। সুতরাং, আপনি প্রথম/দ্বিতীয় বর্ষ থেকে IELTS এর মূল প্রস্তুতি শুরু না-করলেও ইংরেজির দক্ষতা অর্জন শুরু করা উচিত। কারণ হঠাৎ করেই একটা ভাষার দক্ষতা অর্জন করা যায় না। চেষ্টা করলে হতাশ হবার সম্ভবনা বেশি। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। যদিও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিষয়গুলো আমরা ইংরেজিতে পড়ি, কিন্তু বাংলিশ-এর চক্কর থেকে বেরিয়ে স্ট্যান্ডার্ড ইংলিশে অভ্যস্থ হতে চাইলে আগে থেকেই শুরু করা উচিত।