পড়ালেখা ও বসবাসের অন্যতম উপযুক্ত জায়গা হলো সুইডেন।
★সুইডেনে পড়াশোনা করতে কেমন খরচ হবে? সুইডেনে পড়াশোনার খরচ অনেক বেশি, ৮-১২ লক্ষ টাকা হয়ে থাকে তবে প্রতি বছর। ২০১১ সাল পর্যন্ত কোনও টিউশন ফি ছিল না। কারও পক্ষে টিউশন ফি ও লিভিং কস্ট দুটো একসাথে বেয়ার করা সম্ভব না জব করে। তবে স্কলারশিপের দারুন একটা সুযোগ রয়েছে যদি পেতে পারেন!!
★কীভাবে আবেদন করতে পারি?
সুইডেনে আবেদন কেবল একটি অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিসের মাধ্যমে করা হয়।https://www.universityadmissions.se/ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এটা অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন। একবার অ্যাকাউন্ট করলেই আপনি যেকোনও বিষয়ে যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। প্রথম ধাপে এখানে একটি অ্যাকাউন্ট করুন এবং ভর্তি প্রক্রিয়া শুরু হলে আবেদন করুন। পরবর্তী ধাপ হলো, প্রয়োজনীয় কাগজ পত্র পাঠানো। সাথে আবেদনের কভার পৃষ্ঠা পাঠাতে ভুলবেন না। তবে কেউ ইউনিভার্সিটিতে পেপারস পাঠাবেন না। সকল ডকুমেন্টস পাঠানোর ঠিকানা হলো- University Admissions in Sweden, FE 1,SE- 833 83 Stroemsund, Sweden.
★আবেদন ফি:- অনলাইন আবেদন শেষ হলে ৯০০ ক্রোনা (প্রায় ১১০০০ টাকা) অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে। ১ ক্রোনা= ১৩ টাকা প্রায় (এটা গুগল করে দেখে নিতে পারেন)।
★স্কলারশিপ:- যদি আপনি মেধাবী হয়ে থাকেন অব্যশই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে ভুলবেন না। কারন বাংলাদেশীসহ ১২ টি দেশের ছাত্রছাত্রীদের জন্যরয়েছে সুইডিস ইনস্টিটিউট স্কলারশিপ প্রোগ্রাম। প্রতি বছর ২০০জন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকে।
*আচ্ছা আমি যদি এই স্কলারশিপ পাই তাহলে কত টাকা লিভিং এবং অন্যান্য খরচ এর জন্য allowance পাব? টিউশন ফি সম্পূর্ন ফ্রি এবং প্রতি মাসে ১ লক্ষ টাকা প্রদান করা হয় লিভিংকস্ট ও অন্যান্য খরচের জন্য।
★আবেদনের জন্য ভিজিট করুন:- http://www.studyinsweden.se/Scholarships/SI-scholarships/
★যেসব বিষয় এই প্রোগ্রামের আওতাভূক্ত জানতে এই লিংকে ক্লিক করুন:- http://www.studyinsweden.se/upload/
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর স্কলাশিপের সুযোগ রয়েছে। নিচে সুইডেনের পড়াশুনার আরও কিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরলাম-
১. টিউশন ফি ৮-১২ লক্ষ হতে পারে প্রতিবছর। প্রতি সেমিস্টারে ফি দিতে পারবেন। বাংলাদেশ থেকে ১ সেমিস্টার ফি দিয়ে যেতে পারবেন।
২. আইইএলটিএস ৬ লাগবে ব্যাচেলার আর মাস্টার্সে ৬.৫ লাগবে। আর টোফেলে ৫৭৫ লাগবে।
৩. লিভিং কস্ট ৩০০০-৪৫০০ ক্রোনা হতে পারে প্রতি মাসে।
৪. ব্যাংক স্পনসর প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা দেখাতে হবে। এটা ইউনিভিসিটি টু ইউনিভিসিটি নির্ভর করে।অ্যাম্বাসি ফেস করার আগে টাকা ব্যাংকে রাখতে হবে। আর ভিসা হলে টাকা উঠাতে পারবেন। তবে কেউ যদি স্কলারশিপ পায় তাহলে ব্যাংকে কোনও টাকা দেখাতে হবে না।
৫. সেমিস্টার ২টা প্রতি বছর। জানুয়ারি সেশান এবং আগষ্ট সেশান।
৬. সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবেন। Summer ছুটিতে ফুল টাইম করা যাবে।
৭. স্থায়ীভাবে বসবাসের জন্য ৫ বছর পর আবেদন করতে পারবেন।
৮. ৮০০০০-১২০০০০ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে সেক্ষেত্রে অব্যশই সুইডিশ ভাষা জানতে হবে করে।
৯. টপ ইউনিভারসিটি লিস্ট দেখতে নিচের ওয়েবসাইট ভিজিট করুন। www.4icu.org/se/
★Embassy ফেসের কিছু রিকোয়ারমেন্ট- *Application form *2 recent passport photographs *2 copies of the passport (validity minimum 6 months) *Acceptance letter from the University in Sweden *2 Copies of educational degrees; university/college/high school etc (attested by the Foreign Ministry) *2 copies of the Bank statements (the applicant should be able to show an amount of 8064 Swedish Kronor *Health Insurance
★Embassy website link: http://www.swedenabroad.com/en-GB/Embassies/Dhaka/
Collected by Meer Eikram