প্রস্তুতি ভালো থাকলে কোনো বাধাই বাধা নয়!!

আপনি চাইলেই ভিডিও কল (video call) বা মুখোমুখি (face-to-face) স্পিকিং এক্সাম ফরম্যাট নিতে পারবেন না, আবার কোনো কোনো সময় অপশন থাকলে চয়েজ করতে পারবেন।
কিন্তু এখন কথা হচ্ছে যে, আপনি যে কোনো ফরম্যাটে নেন না কেন, সেটার জন্য কি আপনি প্রস্তুত?
এখন ধরেন আপনি চাইলেন ভিডিও কল এ স্পিকিং এক্সাম দেবেন, কিন্তু, আনফরচুনেটলি আপনার পরীক্ষার তারিখে নির্ধারিত সেন্টার বা কোনো সেন্টারে ভিডিও কল এ পরীক্ষার স্লট নেই, তাহলে কি করবেন?
পরীক্ষা দেবেন না?
Intake মিস করবেন?
দেরি করে পরীক্ষা দিয়ে আরো অপেক্ষা করে পরবর্তী Intake - এ আবেদন করবেন?
না! এটা হবে বোকামি, বরং বুদ্ধিমান কাজ হচ্ছে যেকোনো পরিস্থিতির জন্যই নিজেকে রেডি রাখা যাতে আপনি কোনো একটা ফরম্যাটের কারণে অন্যদের থেকে দশ কদম পিছিয়ে না যান।
মাঝেমাঝে কি হয় জানেন? আপনি যে আপনার কমফর্টেবল অপশনটা চয়েজ করেন, সেটা পরীক্ষার আগ মুহূর্তে কোনো কারণে পরিবর্তন হয়ে তার উল্টোটা দেওয়া হয়!
তখন কি এত টাকার পরীক্ষা Cancel করে দেবেন বা আবার জরিমানা দিয়ে পরীক্ষার Date Change করবেন!
না! এত কিছু না করে, শুরু থেকেই যেকোনো ফরম্যাটের জন্যই নিজেকে প্রস্তুত রাখুন যাতে কোনো বাধাই আপনাকে আটকতে না পারে।
এবং, আরো একটা কথা হচ্ছে, কোন ভেন্যুতে কোন দিন কোন Speaker এক্সাম নিবেন, এটা কোনো ভেন্যুর পক্ষে বলা বা জানা সম্ভব নয়।
তাই আপনার নিজেকে দুইভাবেই রেডি করতে হবে।
স্পিকিং পারলে সেটা যেকারো সামনে যেকোনো টপিকই পারবেন, সেটা Video Call - এ হোক বা Face-to-Face হোক, দুটোরই সুবিধা অসুবিধা আছে, কিন্তু আপনার প্রস্তুতি ভালো থাকলে কোনো বাধাই বাধা নয়!
✔ ভিজিট:
http://banglayielts.com
আপনার এক্সাম সিট বুক করতে, কল/হোয়াটসঅ্যাপ করুন:
📞 01329719512
Popular Post
- ⏲ 13 Oct 2025 ✎Banglay IELTSNetherlands Scholarships No IELTS: Complete Guide for Bangladeshi StudentsStudying in the Netherlands is becoming a top choice for
- ⏲ 13 Oct 2025 ✎Banglay IELTSLondon South Bank University IELTS Requirement: Full Guide for Bangladeshi StudentsPlanning to study in the UK? One of the most
- ⏲ 13 Oct 2025 ✎Banglay IELTSReading Marks in IELTS: Full Guide for Bangladeshi StudentsUnderstanding your reading marks in IELTS is essential if you’re
- ⏲ 12 Oct 2025 ✎Banglay IELTSOxford University IELTS Requirement Complete Academic Guide for Bangladeshi StudentsOxford University, one of the most prestigious academic institutions in