ডেনমার্ক 🇩🇰🇩🇰

ডেনমার্ক একটি সুন্দর এবং ধণী দেশ। এর প্রতিবেশি দেশ গুলো হলো  সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য। বসবাসের জন্য ডেনমার্ক পৃথিবী অন্যতম সেরা দেশ গুলোর একটা। ডেনমার্কের সরকার তার নাগরিকদের সব ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

 

ভাষা: ডেনিশ, জার্মান, ইংরেজি 

 

শিক্ষা ব্যাবস্থা: ডেনমার্কের শিক্ষা ব্যাবস্থা পৃথিবীর অন্যতম সেরা। ডেনমার্কের কিছু ভার্সিটি অাছে যেগুলোর ওয়ার্ল্ড র‌্যাংকিং ১০০-২০০ মধ্যে। ডেনমার্কের ভার্সিটি গুলো প্রায় ৬০০ প্রকারের ইংরেজি ভাষার প্রোগ্রাম অফার করে থাকে। তাছাড়া তো ডেনিশ ভাষার কোর্স আছেই। 

 

আবেদনের সময়: ডেনমার্কের ভার্সিটি গুলোতে দুটি সেশন সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি।

সেপ্টেম্বর : আবেদনের সময় : ১লা ফেব্রুয়ারি – ১৫ মার্চ, ফেব্রুয়ারি: ১ জুলাই – ১৫ অক্টোবর 

 

টিউশন ফ্রি: ৮০০০ – ১৬০০০ ইউরো।

 

স্কলারশিপ: ডেনিশ সরকার এক ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। যেটা আপনার সমস্ত খরচ বহন করবে। টিউশন ফ্রি, আবাসন, যাতায়াত, ফ্রুড, চিকিৎসা ইত্যাদি। এছাড়াও  Erasmus স্কলারশিপ রয়েছে। 

লিঙ্ক : https://studyindenmark.dk (স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত এইখানে পাবেন)

 

লিভিং কস্ট: ৪৫০ – ৫৫০ ইউরো।

 

খন্ড কালীন চাকুরী: আপনি যদি কোপেনহেগেন বা বড় কোন শহরের আশেপাশে থাকেন তবে লিভিং কস্ট টা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। তবে টিউশন ফ্রি দিতে পারবেন কি না বলতে পারছি না। তবে টিউশন ফ্রির ৭০% নিজেই খন্ড কালীন চাকুরী করে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহে ২০ ঘন্টা এবং ছুটিতে ফুল টাইম জব করতে পারবেন।

 

ভার্সিটিতে আবেদনের যে ভাবে করবেন: নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন।

লিঙ্ক : https://studyindenmark.dk 

 

স্থায়ী ভাবে বসবাসের সুযোগ: আপনি যদি ডেনমার্কের পাবলিক ভার্সিটি থেকে পড়া শেষ করেন তাহলে পড়া শেষে দুই বছরের ভিসা দিবে। এই দুই বছরের মধ্যে যদি কোন জব ম্যানেজ করতে পারেন তবে ভিসা রিনিউ করাতে পারবেন। প্রাইভেট ভার্সিটি থেকে পড়া শেষ করলে ছয় মাসের ভিসা পাবেন মাএ। একটানা পাঁচ বছর থাকলে আপনি  PR এর জন্য আবেদন করতে পারবেন। তবে বর্তমানে এটিকে আট বছর করার জন্য চেষ্টা চলছে।

 

কয়েকটি উপরের সারির ভার্সিটি: 

  1. Copenhagen university
  2. Technical university of Denmark
  3. Aarhus university
  4. University of southern Denmark
  5. University of Aalborg
  6. Roskidle university
  7. Copenhagen business school
  8. IT university of Copenhagen

 

* ডেনমার্কের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার স্পাউস সহ যেতে পারবেন।

* ভার্সিটিতে এক সেমিস্টারের টিউশন ফ্রি দিয়ে যেতে পারবেন

* কোন প্রকার ব্যাংকে টাকা দেখাতে হবে না তবে স্পাউসের জন্য দেখাতে হবে।

* IELTS : 6.5

 

Collected