কীভাবে IELTS এর প্রস্তুতি নিব? ঘরে বসে নিজে নিজে না কি কোচিং সেন্টারে গিয়ে?

আমি আসলে কোচিং করিনি। নিজেই প্রস্তুতি নিয়েছিলাম। আমার মনে হয়, এই সময়ে এসে কোচিং সেন্টারে যাওয়া বোকামি। কারণ, এখন ইন্টারনেট এবং ডিভাইস থাকলে প্রয়োজনীয় যত রিসোর্সেস আছে সবকিছু ফ্রি-তেই পাওয়া যায়। এইটা আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে সেটা ব্যবহার করবেন। তবে অলসদের জন্য কোচিং করা ভালো। আর যারা সিরিয়াস তারা অনলাইন রিসোর্স আর বই দিয়েই ভালো করতে পারবে। আসল কথা হলো, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং যে জায়গায় সমস্যা আছে সেটা খুঁজে বের করে তার সমাধান করতে হবে। Writing মূল্যায়নের জন্য Grammarly app ব্যবহার করতে পারেন। এছাড়া ফেসবুকের কিছু গ্রুপ আছে, যেখানে পোস্ট করলে অভিজ্ঞরা ঠিক করে দেয় এবং কোথায় ভালো করে লেখা যায় সেটার পরামর্শ দেয়। Speaking এর জন্য একজন পার্টনার খুঁজে তার সাথে রেগুলার Makkar  বই প্রাকটিস করলে আর কিছু লাগে না। Listening এর জন্য রেগুলার Cambridge থেকে প্রাকটিস করলেই হয়। আর Reading প্রচুর পরিমাণে পড়ার অভ্যাস থাকতে হবে। Cambridge বই থেকে অনুশীলন ব্যতীত কিছু নেই। কীভাবে ঘরে বসে নিজে নিজে প্রস্তুতি নেওয়া যায় তার জন্য আমাদের YouTube channel এর ভিডিয়ো দেখতে পারেন।