প্রস্তুতি ভালো থাকলে কোনো বাধাই বাধা নয়!!

আপনি চাইলেই ভিডিও কল (video call) বা মুখোমুখি (face-to-face) স্পিকিং এক্সাম ফরম্যাট নিতে পারবেন না, আবার কোনো কোনো সময় অপশন থাকলে চয়েজ করতে পারবেন।
কিন্তু এখন কথা হচ্ছে যে, আপনি যে কোনো ফরম্যাটে নেন না কেন, সেটার জন্য কি আপনি প্রস্তুত?
এখন ধরেন আপনি চাইলেন ভিডিও কল এ স্পিকিং এক্সাম দেবেন, কিন্তু, আনফরচুনেটলি আপনার পরীক্ষার তারিখে নির্ধারিত সেন্টার বা কোনো সেন্টারে ভিডিও কল এ পরীক্ষার স্লট নেই, তাহলে কি করবেন?
পরীক্ষা দেবেন না?
Intake মিস করবেন?
দেরি করে পরীক্ষা দিয়ে আরো অপেক্ষা করে পরবর্তী Intake - এ আবেদন করবেন?
না! এটা হবে বোকামি, বরং বুদ্ধিমান কাজ হচ্ছে যেকোনো পরিস্থিতির জন্যই নিজেকে রেডি রাখা যাতে আপনি কোনো একটা ফরম্যাটের কারণে অন্যদের থেকে দশ কদম পিছিয়ে না যান।
মাঝেমাঝে কি হয় জানেন? আপনি যে আপনার কমফর্টেবল অপশনটা চয়েজ করেন, সেটা পরীক্ষার আগ মুহূর্তে কোনো কারণে পরিবর্তন হয়ে তার উল্টোটা দেওয়া হয়!
তখন কি এত টাকার পরীক্ষা Cancel করে দেবেন বা আবার জরিমানা দিয়ে পরীক্ষার Date Change করবেন!
না! এত কিছু না করে, শুরু থেকেই যেকোনো ফরম্যাটের জন্যই নিজেকে প্রস্তুত রাখুন যাতে কোনো বাধাই আপনাকে আটকতে না পারে।
এবং, আরো একটা কথা হচ্ছে, কোন ভেন্যুতে কোন দিন কোন Speaker এক্সাম নিবেন, এটা কোনো ভেন্যুর পক্ষে বলা বা জানা সম্ভব নয়।
তাই আপনার নিজেকে দুইভাবেই রেডি করতে হবে।
স্পিকিং পারলে সেটা যেকারো সামনে যেকোনো টপিকই পারবেন, সেটা Video Call - এ হোক বা Face-to-Face হোক, দুটোরই সুবিধা অসুবিধা আছে, কিন্তু আপনার প্রস্তুতি ভালো থাকলে কোনো বাধাই বাধা নয়!
✔ ভিজিট:
http://banglayielts.com
আপনার এক্সাম সিট বুক করতে, কল/হোয়াটসঅ্যাপ করুন:
📞 01329719512
Share it Now
Popular Post
- ⏲ 04 Nov 2025 ✎Banglay IELTSIELTS Writing Task 1 Samples-Band 9 Model Answers & TipsIf you’re preparing for the IELTS exam, mastering Writing Task
- ⏲ 04 Nov 2025 ✎Banglay IELTSWhy Are You Taking the IELTS Test? Full ExplanationIf you’re planning to study, work, or migrate abroad, one
- ⏲ 04 Nov 2025 ✎Banglay IELTSItaly University List Without IELTS-Study in Italy Without IELTSStudying in Italy is a dream for many international students,
- ⏲ 02 Nov 2025 ✎Banglay IELTSAustria IELTS Requirement for Masters 2025 – Minimum Band Scores, Admission & Preparation GuideAustria is quickly becoming one of Europe’s top study destinations