এতোক্ষণ তো সবকিছু সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন প্রশ্ন থেকে যায় ভাই, কোনও সাইট আছে যেখান থেকে মক টেস্ট দিতে পারবো। https://ieltsonlinetests.com (এই সাইটে যেকোনও সময় Listening এবং Reading টেস্ট দেওয়া যায় আর সাথে সাথে স্কোরও পাওয়া যায়)। এছাড়াও আপনি আমাদের (Banglay IELTS) এর ওয়েবসাইট banglayielts.com থেকে ক্যামব্রিজ এর টেস্টগুলোর মক টেস্ট দিতে পারবেন।
![](https://banglayielts.com/wp-content/uploads/2022/07/Website-for-MOCK-1024x536.jpg)