IELTS এর প্রস্তুতির ক্ষেত্রে রুটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রুটিন থাকলে একটা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার পড়া যায়। আমি আমার প্রস্তুতির সময় অনেক গ্রুপ ঘেঁটে একটা রুটিন তৈরি করেছিলাম। যদিও আমি পুরো রুটিনটা ফলো করিনি, তারপরও রুটিনটা শেয়ার করছি। কারও না কারও একটু হলেও উপকারে লাগতে পারে। IELTS এর জন্য কে কীভাবে প্রস্তুতি নিবে এটা পুরোপুরি নির্ভর করবে আপনার বেসিক লেভেলের উপর। আপনার রুটিনটা কেমন হবে এটা আপনাকেই ঠিক করতে হবে। এখানে আমরা মূল প্রাকটিসকে সকাল এবং রাত, এই দুইভাগে ভাগ করতে পারি। সকালে Listening এবং Reading test দিতে হবে। আর রাতে Writing এবং Speaking প্রাকটিস করতে হবে। আর দিনের বেলার সময়টাকে আমরা অতিরিক্ত কিছু রিসোর্স থেকে নিজেদেরকে ঝালাই করে নিতে পারি।
Listening:
১. প্রতিদিন সকালে ২টা করে Listening test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার TEDTALK অথবা Podcast শুনতে হবে হেডফোন ছাড়া।
৩. হেডফোন ছাড়া পার্ট ৩ এবং ৪ প্র্যাকটিস করতে হবে।
Reading:
১. প্রতিদিন সকালে ২টা করে Reading test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার ১ঘণ্টা করে নিউজপেপার কিংবা ম্যাগাজিন পড়তে হবে।
৩. Cambridge বইয়ের যেসব শব্দ বুঝতে সমস্যা হবে, সেগুলো নোট করে paraphrase word লিখতে হবে।
Writing:
১. রেগুলার রাতে ১টা করে Writing Task-1 এবং Task-2 লিখতে হবে।
২. Writing এর জন্য বেশি বেশি করে স্যাম্পল আন্সার পড়তে হবে Cambridge বই এবং Liz এর Website থেকে।
৩. Writing এর গ্রামার চেকের জন্য Grammarly app ব্যবহার করতে হবে। তবে একজন মেন্টর কিংবা expert এর থেকে চেক করিয়ে নেওয়া ভালো।
Speaking:
১. এক ঘণ্টা Youtube থেকে ভালো ব্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনতে হবে এবং রেগুলার রাতে ৩০ মিনিট প্র্যাকটিস করতে হবে।
২. Makkar Que Card থেকে টপিক ধরে ধরে রেগুলার প্রাকটিস করতে হবে।
৩. Speaking প্রাকটিস এর একজন পার্টনার ঠিক করতে হবে এবং দুইজন দুইজনেরটা মূল্যায়ন করতে হবে।