ICCR স্কলারশিপ (ইন্ডিয়া)

ICCR এর ফুল মিনিং হচ্ছে ( Indian Council for Cultural Relations)।  এটি একটি ইন্ডিয়ান স্কলারশিপ।
গতবছর এর আগে পর্যন্ত ICCR কতৃপক্ষ ইংরেজির 2 টা গুরুত্বপূর্ণ পরীক্ষা IELTS/TOFELএর স্কোর এর প্রয়োজন মনে করতেন না তাই তারা এর স্কোর চাইতেন না। তারা ELA (English Language Assessment) নিজেরা করত। কিন্তু নিয়ম টা পাল্টে গেছে। এ বছর থেকে তারা একটা Eassy লিখতে এবং IELTS/TOFEL এর স্কোর এর জন্য নির্দেশ দিয়েছে।
এই বৃত্তিতে একটা স্টুডেন্ট সকল ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয় গুলতে পরতে পারবে। কিন্তু iit গুলো বাংলাদেশি নিতে আগ্রহী না অথবা নিলেও SAT স্কোর চায়।

*বৃত্তি পেতে করণীয়: 

*ssc,hsc তে ভাল CGPA, তবে GPA-5.00 থাকা সর্বোত্তম।
* SAT এ ভালো একটি স্কোর।
* ECA(extra Curriculum activists)
ইনশাআল্লাহ যারা India তে পড়তে চান তাদের জন্য সহায়ক হবে ( ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
💬
BANGLAY AI