Canada University Application and Intake Confusion

খুবই কমন একটা টপিক এবং কোশ্চেন হচ্ছে, ” বর্তমানে এই পজিশনে আছি আমার জন্য কোন ইনটেক পসিবল হবে?” বা ” বছরের এই মাসের মধ্যে আইইএলটিএস দিলে কি এই ইনটেক ধরতে পারবো কিনা?” চেষ্টা করবো এই পোস্ট এর দ্বারা এই টপিক রিলেটেড সকল ধরনের কোশ্চেন সল্ভ করতে। তো শুরু করা যাক – আমাদের দেশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি যেমন একটা নির্দিষ্ট সময় এডমিশন নেয়, কানাডা তেও ঠিক এমনি। আপনি চাইলে যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন না৷ কানাডা ইউনিভার্সিটি এবং কলেজ গুলো তে টোটাল ৩ টা ইনটেক থাকে।

১/ জানুয়ারী (Winter)

২/ May ( Summer)

৩/ September ( Fall)

★ কোন ইন্টেকের জন্য কখন এপ্লাই করতে পারবো? – প্রতিটা ইনটেক বা সেশন স্টার্ট হওয়ার ১২ মাস আগে এডমিশন পোর্টাল ওপেন হয়া শুরু করে। For example : September 2023 এর জন্য এডমিশন পোর্টাল September 2022 থেকেই ওপেন হয়ে গিয়েছে৷ এখন সব ইউনিভার্সিটি বা কলেজের এডমিশন পোর্টাল ওপেন বা ডেডলাইন একসাথে ওপেন ও হয় না আবার একসাথে শেষ ও হয় না৷ ডেট গুলা ভেরী করে। কারো ১০ দিন আগে ওপেন হয় আবার কারো ১০ দিন পরে। ডেডলাইন শেষ হওয়ার ডেট ও সেম৷ সেপ্টেম্বর সেশন এর ডেডলাইন কোন ইউনিভার্সিটির ফেব্রুয়ারী ১ এ আবার কোন ইউনিভার্সিটির মার্চ এ। কোন ইউনিভার্সিটির ডেডলাইন কবে শেষ হবে সেটা জানার জন্য আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করতে হবে৷

★ ডেডলাইন শেষ হওয়ার আগে যে কোন সময় এপ্লাই করলেই কি সিট পাবো? – না, ডেডলাইন থাকা মানেই যে সিট কনফার্ম এমন কোন গ্যারান্টী নাই। একটা জিনিস মাথায়ে রাখবেন এপ্লাইটা শুধু আমি আর আপনি করতেসি না, পুরো বিশ্ব থেকে স্টুডেন্টরা করতেসে। সো যতো আগে এপ্লাই করবেন আপনার সিট পাওয়ার চান্স ততো বেশী। দুটা উদাহরণ –

১/ আমি ডিসেম্বর ১৬/১৭ তে আইইএলটিএস রেজাল্ট পাই। কিছু সমেস্যার কারণে ডিসেম্বর এ এপ্লাই করতে পারি নাই৷ জানুয়ারী তে এপ্লাই করতে গিয়ে দেখি University of Windsor এর সেপ্টেম্বর ২০২২ এ আমার সিলেক্ট করা কোর্স এর সিট ফিলআপ৷ সো ডেডলাইন ধরে আগানো যাবে না।

২/ আমার পরিচিত একজন জানুয়ারী ২০২৩ ইনটেক এ ভিসা এপ্লাই করেছিলো, রিজেক্ট হয়েচে। সো সে রি-এপ্লাই করবে এখন এই রি-এপ্লাই করবে পরের সেশন এ সো সে সেপ্টেম্বর ২০২৩ এর জন্য সেশন ডিফার করতে চাইলেও University of Windsor তাকে অফার লেটার দেয় জানুয়ারি ২০২৪ এর। কারণ Master of Management কোর্স এর সেপ্টেম্বর ২০২৩ এর সিট অলরেডি ফিলআপ৷ সো এখন অক্টোবর ২০২২ চলতেসে এখনি ফিলআপ হয়ে গেছে। এর একটা বড় কারণ হচ্ছে Master of Management কোর্সটা অনেক পপুলার এবং ডিমান্ডেবল কোর্স for Business background Students। অন্যান্য ইউনিভার্সিটি এর কোর্স গুলোতে যেমন বিজনেস বেকগ্রাউন্ড হলেই Gre or Gmat requirement থাকে, এটাতে এগুলো নাই। So Subject demand অনেক বেশী। বাট এটার এমন দেখে যে সব সাবজেক্ট এর এই সিট এমন আগে আগে ফিলআপ হয় যায় তা না, বাট রিস্ক না নেওয়াই বেটার। যতো আগে এপ্লাই করতে পারবেন ততো রিস্ক ফ্রি থাকবেন৷

★ কোন ইন্টেক সবচেয়ে ভালো? – এটা আমার ব্যক্তিগত মতামত। কারো পছন্দ বা কারো সাথে না মিল্লে স্কিপ করতে পারেন৷ আমার কাছে মনে হয় সেপ্টেম্বর ইনটেক টাই সবচেয়ে বেস্ট। সেপ্টেম্বর ইনটেক এ খুব সম্ভবত সিট এর সংখ্যাও বেশী থাকে অন্য ইনটেকের তুলনায় এবং সেপ্টেম্বর এ গেলে সামার ব্রেক এর চান্স থাকে ( যদি আপনার ইউনিভার্সিটি এন্ড কোর্সে সামার ব্রেক থাকে)। সামার ব্রেক এ যদি ফুল টাইম কাজ করা যায় তাহলে এক বা দুই সেমিস্টারের টিউশন ফি উঠায়ে নেওয়া যাবে আশা করা যায়। সেপ্টেম্বর এর মিস হলে জানুয়ারী টার্গেট করাই সবচেয়ে বেটার৷ কারণ মে এবল জানুয়ারী এর মধ্যে মে তে সাবজেক্ট এভিলিবেলিটি খুব কম থাকে৷ বেশীরভাগ সাবজেক্ট এর এই মে ইনটেক নেই।

★ আমার অমুক/তমুক কোচিং এ বলসে, নভেম্বর এ এক্সাম দিয়ে পরের জানুয়ারী সেশন ধরে পারবো৷ এটা কীভবে সম্ভব? – এই কোশ্চেনটা আসলেই আমাকে একজন আপু কমেন্ট এ জিগ্যেস করসে। তো এটা আপনাকে বলসে যাতে সেশন ধরার জন্য কোন দিকে না তাকায়ে ঔ কোচিং এ ভর্তি হোন 😂। ধরলাম আপনি নভেম্বর এ ইউনিভার্সিটি এপ্লাই করলেন, অফার লেটার আসতেও তো ৩০-৪৫ দিন এরপর যদি ডকুমেন্ট রেডিও থাকে তাও তো ভিসা পাইতে ৬০-৯০ দিন ( কম বেশীও হতে পারে)। পৃথিবীর কোন ক্যালকুলেটের দিয়েই তো এই হিসাব মিলাইতে পারতেসি না কেমনে সম্ভব। যাইহোক, এটা নিয়ে আর বেশী কিছু বলার নাই৷ ঔটা আবার Idp বাদে যে আরেকজন পরীক্ষা নেয় ঔ কোচিং। ওনারা কেমনে এতো ভুলভাল ইনফরমেশন দিয়ে স্টুডেন্টদেট মিসলিড করে ঠিক বুঝি না।

★ বর্তমানে আইইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। দ্রুত অফার লেটার এর জন্য নিজেকে কীভাবে প্রীপেয়ার্ড করতে পারি? – খালি ৬-৯ মাস ধরে আইইএলটিএস কোর্স করলেই হয় না৷ প্ল্যানিং এর সাথে আগাইতে হয়। IELTS প্রিপারেশন এর পাশাপাশি ইউনিভার্সিটি এর ওয়েবসাইট গুলা ঘাটা শুরু করেন ( তার আগে অবশ্যই সাবজেক্ট ফিক্সড করেন)। আপনার পছন্দ করা সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটি অফার করে সেটা দেখেন। ডেন আপনার একাডেমিক প্রোফাইল এবং বাজেট এর সাথে যে ইউনিভার্সিটি তে মিল হয়ে সেটাতে এপ্লাই করেন। University Admission SOP লেখা শুরু করেন। এক বসাতেই যে SOP লিখে ফেলতে পারবেন এমন না৷ টাইম লাগে এগুলাতে। জী, হ্যা। শুধু ভিসা না ইউনিভার্সিটি এডমিশন এর টাইম এ SOP লাগে। রিকোমেন্ডশন লেটার রেডি করেন৷ পূর্বের একাডেমিক ট্রান্সক্ট্রিপ্ট গুলা কই আসে দেখেন। এগুলাই এপ্লাি করার টাইম এ লাগবে ( আরো কম / বেশী ডকুমেন্ট ও লাগতে পারে, ডিপেন্ড করে আপনার কোর্স এর রিকোয়ারমেন্ট এর উপর)। উপরের যেগুলা বল্লাম, এগুলা রেডি করতেও টািম লাগে। এখন থেকেই শুরু করেন। তাইলে রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথে এপ্লাই করতে পারবেন৷ আর নাইলে এগুলা রেডি করতে আরো ১৫-২০ দিন৷ নিজের প্রোফাইল এসেসমেন্ট যদি ঠিকমতো করতে পারেন তাহলে ১/২ টা ইউনিভার্সিটি তে এপ্লাই করলেই এনাফ৷ প্রতি ইউনিভার্সিটি তে এপ্লাই করতেও এডমিশন ফি আসে৷ ৮০-১০০ কানাডিয়ান ডলার৷ ৬-৮ হাজার বাংলাদেশী টাকার মতো৷ বেশী ইউনিভার্সিটি তে এপ্লাই করলে অবশ্যই খরচ বাড়বে বাট আপনি যদি একটু ঠিক করে প্রোফাইল এসেসমেন্ট করতে পারেন তাহলে একটা বা দুইটা ইউনি তে এপ্লাই করে এই খরচটা কমায়ে নিতে পারেন৷ আমি জাস্ট একটা ইউনি তেই এপ্লাই করেছিলাম। একটু রিস্কি ছিলো but that risk was worth taking। আমার প্রোফাইল এভুলুয়েট করেই মেনে হয়ছিলো Windsor এর MoM এর সাথে পারফেক্ট মেচ করে। এই যে উপরের ইনফরমেশন গুলা দিলাম, এগুলাই আপনারা যখন এজেন্সি তে যান তখন আগে এজেন্সী বলে, আগে ৫/৭ হাজার টাকায় আমাদের সাথে রেজিষ্ট্রেশন করেন। তারপর বলতেসি। অথচ এগুলা গুগল করলেই পাওয়া যায়। আমি ও এমনিতেই দিয়েছি, দিচ্ছি এবং সামনে আরো ইনফরমেটিভ পোস্ট দেওয়ার ট্রাই করবো৷ এডমিশন এবং এপ্লাই প্রসেস নিয়ে প্রচুর পরিমাণ ইনফরমেশন মিসলিড হয় ইন্টারনেটে। সো এই পোস্টটা শেয়ার করে বাকিদের ও জানার সুযোগ করে দেন। এজেন্সী মানেই যে খারাপ এমন না বাট যেসব বাজে এজেন্সির উদ্দেশ্য থাকে টাকা হাতায়ে নেওয়া তাদের থেকে অনেকে এটলিস্ট সেভ হবে ইনফরমেশন গুলা জানা থাকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

💬
BANGLAY AI