পোল্যান্ড

পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত মধ্য ইউরোপের একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ। এর প্রতিবেশী দেশ গুলোর মধ্যে রয়েছে জার্মানি, চেক প্রজাতন্ত্র, বেলারুশ, ইউক্রেন, শ্লোভাকিয়া।

 

ভাষা: পোলিশ, জার্মান, ইংরেজি

 

শিক্ষা ব্যবস্থা:

পোল্যান্ডের শিক্ষা ব্যাবস্থা অনেক ভালো। বর্তমানে ১০০ টির মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইংরেজিতে বিভিন্ন কোর্স অফার করে থাকে। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকাংশ ইঞ্জিনিয়ারিং, সাইন্স,

ব্যাবসায়িক বিষয় গুলোর জন্য পড়তে যায়। এছাড়াও মানবিক শাখার বিষয় গুলো পড়ার ব্যাবস্থা রয়েছে।

 

আবেদনের সময়: সাধারণত পোল্যান্ডের ভার্সিটি গুলো বছরে একবার সেপ্টেম্বর সেশনের জন্য বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। এসময় প্রায় সব ভার্সিটি বিদেশি  শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স অফার করে।সেপ্টেম্বর সেশনের জন্য আপনি মার্চ – জুলাই এর মাঝামাঝি পর্যন্ত আবেদন করার সময় পাবেন। অল্প কিছু ভার্সিটি আছে যে ভার্সিটি গুলো জানুয়ারি সেশনেরও বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করে থাকে।

 

আবেদনের যোগ্যতা: একাডেমীক ৬৫-৭০% নম্বর, IELTS : 6.0 থাকলে আপনি ভালো মানের ভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন।

 

আবেদন করার পদ্ধতি : এখানে আপনাকে প্রত্যেক ভার্সিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। কোন জয়েন্ট আবেদন সিস্টেম নেয়। ভার্সিটি অনুযায়ী আবেদনের যোগ্যতাও ভিন্ন।

ভার্সিটির টিউশন ফ্রি থেকে শুরু করে মোটামুটি যাবতীয় তথ্য পাবেন নিচের এই লিঙ্কে:

www.studyinpoland.pl

 

টিউশন ফ্রি: ২০০০ – ৬০০০ ইউরো প্রতিবছর।  

 

স্কলারশিপ: পোল্যান্ডের ভার্সিটি গুলোতে সাধারণ কোন স্কলারশিপের ব্যাবস্থা নেই। তবে কিছু কিছু ভার্সিটি রেজাল্টের উপর ৫০-১০০% টিউশন ফ্রি ওয়েভার দিয়ে থাকে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কিছু স্কলারশিপ রয়েছে।

 

খন্ড কালীন চাকুরী: আপনি সপ্তাহে ২০ ঘন্টা চাকুরী করতে পারবেন আর ছুটিতে ৪০ ঘন্টা প্রতি সপ্তাহে। প্রতি মাসে গড়ে ৩৫০ ইউরো মত আয় করতে পারবেন। তবে আপনি কি ধরণের জব পাবেন তার উপর এবং শহরের উপর নির্ভর করে। সাধারণ খন্ড কালীন চাকুরীর জন্য নিচের ওয়েবসাইট গুলোতে ভিজিট করতে পারেন: 

Career in poland,  Amazon jobs in poland, Polish website for jobs, jobs in startups

 

লিভিং কস্ট: সাধারণ ২০-৩০ হাজার টাকা প্রতি মাসে। তবে আপনার জীবন ধারণের উপর কম বা বেশি হতে পারে। বড় শহর গুলোতে খরচ একটু বেশি যেমন :  Warsaw, Krakow, Wroclaw

 

ভালো মানের কিছু ভার্সিটি:

  1. University of warsaw 
  2. Jagiellonian university
  3. Adam Mickiewicz University 
  4. AGH university of science and technology
  5. Warsaw university of technology
  6. Lodz university
  7. Lodz university of technology 

 

*পড়া শেষে আপনি এক বছরের টেম্পোরারি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই এক বছরের মধ্যে যদি আপনি আপনার সাবজেক্ট রিলেটেড কোন জব পেয়ে যান তবে ভিসা নবায়ন করতে পারবেন।

 

*পোল্যান্ডের দূতাবাস বাংলাদেশে নেই। তাই ভিসার জন্য আপনাকে ভারতের পোলিশ দূতাবাসে আবেদন করতে হবে।

 

Collected

 

💬
BANGLAY AI