নরওয়ে

পরিচিতি – নরওয়ে ইউরোপের অন্যতম সুন্দর এবং সুখী একটি দেশ। সুখী দেশ গুলোর তালিকায় নরওয়ে সবসময় উপরের সারিতে থাকে। এর প্রতিবেশী দেশ গুলো হলো রাশিয়া, ফিনল্যান্ড, সুইডেন। এর রাজধানী অসলো।

 

মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন ( 1 Nok = 9.5 Bdt)

 

ভাষা : নরওয়েজিয়ান, ইংরেজি

 

জনসংখ্যা : প্রায় ৪,৭০৭,২৭০  ( ৪৭ লাখ)

 

শিক্ষার মান: নরওয়ের শিক্ষার মান যথেষ্ট ভালো এবং নরওয়েতে পৃথিবীর কিছু বিখ্যাত ভার্সিটি রয়েছে। University of Oslo তারমধ্য অন্যতম। 

 

নরওয়ের ভার্সিটি গুলো সাধারণ বিদেশি শিক্ষার্থীদের undergradute, graduate & Ph.D লেভেলের নানা ধরণের কোর্স অফার করে থাকে এরমধ্য সাইন্সের বিষয় গুলো অন্যতম। 

 

আবেদনের সময়: নরওতে  বছরে একবার আবেদন করতে পারবেন। সাধারণত অক্টোবর – ডিসেম্বর এই তিনমাস ভার্সিটি গুলো বিদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে তবে কিছু কিছু ভার্সিটিতে আপনি মার্চ পযর্ন্ত আবেদন করার সময় পাবেন।

 

আবেদনের যোগ্যতা : 60% marks,  IELTS : 6.5

 

টিউশন ফি: নরওয়ের ভার্সিটি গুলোতে কোন টিউশন ফি দিতে হয় না।

 

স্কলারশিপ : নরওয়েতে সাধারণ কোন স্কলারশিপ নেই। 

 

লিভিং কষ্ট : সবকিছু মিলিয়ে প্রতিমাসে বাংলাদেশি  ষাট – আশি হাজার টাকা খরচ হতে পারে।

 

খন্ডকালীন চাকুরি: আপনি সপ্তাহে বিশ ঘন্টা চাকুরি করতে পারবেন এবং ছুটিতে ফুল টাইম চাকুরি করতে পারবেন। ছোট শহর গুলোতে চাকুরি পাওয়া একটু কঠিন। সাধারণ Olso, Bergen,Trondheim এই শহর গুলোতে একটু সহজে চাকুরি পাওয়া যায়। চাকুরি করে নিজের লিভিং কষ্ট নিজেই বহন করতে পারবেন এবং কিছু টাকা হয়তো সেভও করতে পারবেন। ওহ্ নরওতে খন্ডকালীন চাকুরির জন্য লোকাল ভাষা শেখাটা জরুরি।

 

আপনি লেখাপড়া শেষ করে যদি আপনার সাবজেক্ট রিলেটেড কোন জব ম্যানেজ করতে পারেন তবে নতুন করে জব ভিসার জন্য অবেদন করতে পারবেন। জব খোজার জন্য আপনি একবছের সময় পাবেন।

 

* নরওয়েতে ভার্সিটি গুলোতে আবেদনের আগে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তেরো লাখ টাকার মতো প্রায় ১২১২২০ নক।

 

* ভার্সিটি আপনাকে আপনার কোর্সের জন্য সিলেক্ট করলে এই নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ভার্সিটির একাউন্টে পাঠাতে হবে। আপনি নরওয়েতে যাবার পর পুরো টাকা ফেরত পাবেন। 

 

* ভিসার আবেদনের আলাদা ভাবে ব্যাংকে কোন টাকা দেখাতে হয় না। 

 

* আপনি চাইলে স্পাউস আপনার সাথে নিয়ে যেতে পারবেন তবে তার জন্য ব্যাংকে আলাদা ভাবে টাকা দেখাতে হবে।

 

* নরওয়ের ভিসার জন্য ভারতে যেতে হবে না, বাংলাদেশের ডেনমার্ক এমব্যাসি নরওয়ের হয়ে যাবতীয় কাজ করে থাকে। 

 

* Undergradute এর বেশির ভাগ কোর্স নরওয়েজিয়ান ভাষাতে হয়ে থাকে। আবেদনের জন্য তের বছরের একাডেমীক ব্যাকগ্রাউন্ড দেখাতে হয়, মানে এইচএসসির পর একবছর দেশের কোন একটা ভার্সিটিতে পড়তে হবে। তবে দু:খের বিষয় হলো নরওয়ে undergradute লেভেলের কোন শিক্ষার্থীকে ভিসা দেয় না। তবে আপনার যদি অন্য কোন দেশের রেসিডেন্স পারমিট থাকে চেষ্টা করে দেখতে পারেন।

 

কয়েকটি বিখ্যাত ভার্সিটি :

  1. University of Oslo ( 121th world ranking)
  2. University of Bergen (197th world ranking)
  3. NTNU (351th world ranking)

 

অন্য সব যাবতীয় তথ্য আপনি নিচের এই লিঙ্কে বা ভার্সিটিকে মেইল করে জানতে পারবেন।

studyinnorway.no

 

💬
BANGLAY AI