আগেই বলেছি, IELTS হলো ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা সুতরাং IELTS Test দিতে হলে আপনাকে ইংরেজির দক্ষতা বাড়াতে হবে। মূলত ইংরেজির ব্যবহার দুইরকম। একটা হলো Passive English, আরেকটা হলো Active English। Passive English বলতে Listening আর Reading বুঝায় আর Active English বলতে Writing আর Speaking বুঝায়। Passive English দিয়ে আমরা বুঝি আর Active English দিয়ে বুঝাই। যারা ইংলিশ মুভি, টিভি সিরিজ, Ted Talk ইত্যাদি দেখে তাদের স্বাভাবিকভাবেই Listening skill ভালো হয়। আর যারা ইংরেজি গল্পের বই, ইংরেজি আর্টিকেল, নিউজপেপার পড়ে তাদের Reading skill ভালো হয়। ভালো করে লিখতে হলে, ভালো করে পড়তে হবে। আর ভালো করে শুনলে, ভালো করে বলতে পারা যাবে। কারণ তখন একটা ধারণা আমাদের ব্রেনে তৈরি হয়ে যায়। তার মানে এই না যে শুধু পড়লেই, লেখা ভালো হবে। পড়ার পাশাপাশি লেখার অভ্যাস করতে হবে। একইভাবে লিসেনিং, স্পিকিং এর জন্য কাঁচামাল সরবরাহ করবে, তবে স্পিকিং এর মাধ্যমেই স্পিকিং এর উন্নতি হবে।